shono
Advertisement
UK

ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ‘ধর্ষণ’! অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
Published By: Subhodeep MullickPosted: 08:00 PM Oct 27, 2025Updated: 08:00 PM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত শেতাঙ্গ যুবক। ব্রিটেনের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ তল্লাশির পর সোমবার সকাল ৭টা নাগাদ পেরি বার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্তের নাম পরিচয় এখনও জানানো হয়নি। পুলিশ সূত্রে খবর, বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।

Advertisement

শনিবার সন্ধ্যায় ওয়ালসাল পার্ক হল এলাকায় বছর কুড়ির ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, বর্ণবিদ্বেষের কারণেই তাঁকে ধর্ষণ করেছে ওই যুবক। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। এরপরই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। প্রকাশ করা হয় তাঁর ছবিও। 

এই ঘটনার পরই ব্রিটেনের রাজনীতিতে নিন্দার ঝড় উঠেছে। কভেন্ট্রি দক্ষিণের সাংসদ জারা সুলতানা বলেন, ‘শনিবার, এক শিখ মহিলার উপর বর্ণবিদ্বেষের কারণে যৌন নির্যাতন চালানো হয়। গত মাসে একই কারণে আরও এক শিখ মহিলাকে যৌন নির্যাতন করা হয়। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আমাদের একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।’ ব্রিটেনের মসনদে থাকা লেবার পার্টির সাংসদ প্রীত কৌর গিল বলেন, ‘ওয়ালসালে আরও একটি বর্ণবিদ্বেষের কারণে ধর্ষণের খবরে আমরা গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
  • সেই ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত শেতাঙ্গ যুবক।
  • ব্রিটেনের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ তল্লাশির পর সোমবার সকাল ৭টা নাগাদ পেরি বার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
Advertisement