shono
Advertisement
Elon Musk

'৫ মাস আগে মাস্কের সন্তানের জন্ম দিয়েছি', বিস্ফোরক মার্কিন ইনফ্লুয়েন্সার, কী বললেন X কর্তা?

কেন পাঁচমাস পর একথা জানালেন তরুণী?
Published By: Tiyasha SarkarPosted: 10:57 AM Feb 15, 2025Updated: 10:57 AM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ মাস আগেই নাকি এক্স কর্তা এলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন! এমনই বিস্ফোরক দাবি করলেন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। ওই তরুণী এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্ট করতেই শুরু হয়েছে জোর চর্চা। কিন্তু কেন পাঁচমাস পর একথা জানালেন? তা-ও খোলসা করেছেন তিনি।

Advertisement

 

বিষয়টা ঠিক কী? কয়েকঘণ্টা আগে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ইনফ্লুয়েন্সার অ্যাশলে। সেখানেই ৩১ বছর বয়সি লেখিকা ও ইনফ্লুয়েন্সার বিস্ফোরক দাবি করেন। জানান, ৫ মাস আগে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। যার বাবা নাকি এক্স কর্তা এলন মাস্ক! এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। এরপরই অ্যাশলে জানান, সন্তানের সুরক্ষার কথা ভেবেই নাকি গোটা বিষয়টা গোপন করেছিলেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে তাঁর আর্জি, যেন খুদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে না আনা হয়। কারণ, তিনি চান তাঁর সন্তান বেড়ে উঠুক সুস্থ-স্বাভাবিক পরিবেশে। এর ঘণ্টা তিনেক পর আরও একটি পোস্ট করেন অ্যাশলে। সেখানে তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এবিষয়ে এখনও এক্স কর্তা মাস্ক কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, যদি অ্যাশলের দাবি সত্য হয়, তাহলে তিনিই মাস্কের জীবনের চতুর্থ নারী, যিনি তাঁর সন্তানকে গর্ভে ধারণ করেছেন। এর আগে মাস্কের ১২ সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে রয়েছে ৫ সন্তান। বিখ্যাত গায়িকা মাস্কের ৩ সন্তানকে গর্ভে ধারণ করেছেন। ২০২১ সালে পৃথিবীর আলো দেখেছে মাস্কের আরও ২ সন্তান। অ্যাশলের দাবি, অনুযায়ী এক্স কর্তার সন্তান সংখ্যা হল ১৩।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫ মাস আগেই নাকি এলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন! এমনই বিস্ফোরক দাবি করলেন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার।
  • ওই তরুণী এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্ট করতেই শুরু হয়েছে জোর চর্চা।
  • কিন্তু কেন পাঁচমাস পর একথা জানালেন? তা-ও খোলসা করেছেন তিনি।
Advertisement