সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার জাপানের পশ্চিম চুগোকু অঞ্চলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গিয়েছে। পাশপাশি, বেশ কয়েকটি বড় ধরনের আফটারশক অনুভূত হয়েছে এই এলাকায়। কম্পনের মাত্রা বেশি হলেও এখনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি জাপানে।
জানা গিয়েছে, জাপানের ১ থেকে ৭ মাত্রার ভূমিকম্প-তীব্রতা স্কেলে শিমানে এলাকার এই কম্পন 'আপার-৫' মাত্রায় নথিভুক্ত হয়েছে। অর্থাৎ মঙ্গলবারের এই কম্পনটিকে তুলনামূলকভাবে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচার। এই ভূমিকম্পের এলাকা থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্র চালায় চুগোকু ইলেকট্রিক পাওয়ার। তারা জানিয়েছে, তাদের ২ নম্বর ইউনিটের কাজ স্বাভাবিকভাবেই চলছে। জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে যে ভূমিকম্পের পরে কোনও অনিয়ম হয়নি।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল জাপানে কম্পন খুবই সাধারণ ঘটনা। বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের মোট পাঁচ ভাগের একভাগই জাপানে হয়। পশ্চিম জাপান রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর শিন-ওসাকা এবং হাকাতার মধ্যে শিনকানসেন বুলেট-ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
২০১১ সালের মার্চ মাসে ফুকুশিমায় ঘটে যাওয়া দুর্ঘটনার পর জাপানের সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। এর পরে ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবার এই বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ফের চালু হয়।
