shono
Advertisement

Breaking News

Japan

রবার কারখানায় অজ্ঞাত আততায়ীর ছুরি হামলা! জাপানে আহত অন্তত ১৪

একটি রাবার কারখানায় আক্রমণের খবর পাওয়া যায়।
Published By: Anustup Roy BarmanPosted: 04:36 PM Dec 26, 2025Updated: 05:00 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুকধারীর হামলার স্মৃতি ফিকে হওার আগেই একের পর এক ঘটনা বিশ্বের বিভিন্ন প্রান্তে। জোহানেসবার্গের পরে এবার ছুরি নিয়ে আক্রমণের ঘটনা জাপানে। মধ্য জাপানের একটি কারখানায় ছুরি নিয়ে আক্রমণের ঘটনায় ১৪ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জরুরি পরিষেবার কর্মীরা জানিয়েছেন, মিশিমা শহরে এই আক্রমণ চলাকালীন একটি অজানা তরল ছড়ানো হয়। জানা গিয়েছে, বিকেল ৪.৩০ মিনিট নাগাদ একটি রাবার কারখানায় আক্রমণের খবর পাওয়া যায়। কারখানার আক্রমণে পাচ থেকে ছয়জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

জাপানের, সংবাদমাধ্যমে জানানো হয়েছে এই ঘটনায় একজনকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই আক্রমনে যারা আহত হয়েছে তাঁদের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। যদিও, সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে কোনও আহত ব্যক্তির চোট গুরুতর নয়।

মিশিমার কারখানাটি ইয়োকোহামা রাবার কম্পানি পরিচালনা করে। এই সংস্থা ট্রাক এবং বাসের টায়ার তৈরি করে বলে জানা গিয়েছে। জাপানে হিংসাত্মক অপরাধের ঘটনা অন্য জায়গার তুলনায় অনেকটা কম। সেদেশে খুনে হার কম এবং বিশ্বের সবচেয়ে কঠোর বন্দুক আইন রয়েছে। তবে, মাঝে মাঝে ছুরি নিয়ে আক্রমণের ঘটনা ঘটে। কোখনও আবার গুলি চালানোর ঘটনাও দেখা ঘিয়েছে। এর মধ্যে রয়েছে ২০২২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনা।

২০২৩ সালে গুলি চালানো এবং ছুরি নিয়ে আক্রমণের ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ চারজন নিহত হয়। এই ঘটনায় অক্টোবরে এক জাপানি ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

টোকিওর টোডা-মে মেট্রো স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় মে মাসে ৪৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছুরি নিয়ে আক্রমণের ঘটনা জাপানে।
  • ১৪ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
  • শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
Advertisement