সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যান, এমনটাই আশা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার এক সভায় গিয়ে সাফ এই কথা জানিয়ে দিলেন রিপাবলিকান নেতা। সেই সঙ্গে জানালেন, নিজের তিন সন্তানকে খ্রিস্টান ধর্মের আদর্শেই মানুষ করছেন। তাঁর আশা, একদিন যিশুর পথে ফিরবেন স্ত্রী উষা।
প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন উষা চিলুকুরি ভ্যান্স। উষার পূর্বপুরুষ অন্ধ্রের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন। প্রায় ৫০ বছর আগে ভারত ছেড়ে তাঁরা পাকাপাকিভাবে আমেরিকায় বসবাস শুরু করেন। ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে জেডির সঙ্গে উষার আলাপ। ২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় গাঁটছড়া বাঁধেন তাঁরা। নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার স্ত্রী উষার অবদানের কথা স্বীকার করেছেন জেডি ভ্যান্স।
বিশেষত, উষার ধর্মবিশ্বাসের কথাও আলাদাভাবে উল্লেখ করতেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে জেতার আগে ভ্যান্স জানিয়েছিলেন, হিন্দু ধর্মাবলম্বী উষার অবদানেই নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু এবার সেই ভ্যান্সই চান, উষা যেন নিজের বিশ্বাস পরিবর্তন করে নেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের কথায়, আমেরিকার ভিত গড়ে তুলতে খ্রিস্টিয় মূল্যবোধ অত্যন্ত জরুরি।
বক্তৃতা দিতে গিয়ে ভ্যান্স বলেন, "এখন অধিকাংশ রবিবারই উষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি ওকেও বলেছি, আজ সকলের সামনেও বলছি, আমি আশা করি একদিন উষাও আমার মতো করেই খ্রিস্টধর্মের প্রতি আকৃষ্ট হবে। আমি খ্রিস্টান সুসমাচারে বিশ্বাস করি, আশা করি সেই একইভাবে আমার স্ত্রীও একদিন বিশ্বাস করবে।" উল্লেখ্য, মার্কিন প্রশাসনে তুলসী গ্যাবার্ড, কাশ প্যাটেলের মতো একাধিক হিন্দু মুখ রয়েছেন। দিওয়ালি উদযাপন করে নিজের দেশেই রোষের মুখে পড়তে হয়েছিল তাঁদের। এহেন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যেই স্ত্রীর ধর্মান্তর চাইছেন। ফলে প্রশ্ন উঠছে, মার্কিন মুলুকে ধর্মপালনের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে কি?
