shono
Advertisement

রাশিয়ায় কিম-পুতিন করমর্দন, ‘আপনাকে দেখে আনন্দিত’, বললেন রুশ প্রেসিডেন্ট

অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনাবেচার ব্যাপারে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে।
Posted: 11:16 AM Sep 13, 2023Updated: 11:16 AM Sep 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়া পৌঁছে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন (Kim Jong Un)। বুধবারই নতুন করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের দেশ। এর ঘণ্টাদুয়েক পরই পুতিনের সঙ্গে দেখা হল কিমের।

Advertisement

রুশ সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে পুতিনের (Putin) সঙ্গে দেখা হয় কিমের। তাঁরা করমর্দন করেন। পুতিন কিমকে বলেন, ”আপনাকে দেখে খুবই আনন্দিত।” কিমও তাঁকে ধন্যবাদ জানান, রাশিয়ায় আসার আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনাবেচার ব্যাপারে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে। যার প্রভাব পড়তে পারে ইউক্রেন যুদ্ধে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ! অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ]

মঙ্গলবার বিলাসবহুল সাঁজোয়া ট্রেনে চেপে উত্তর কোরিয়ার (North Korea) নেতা কিম রাশিয়ার (Russia) সীমান্ত সংলগ্ন খাসান শহরে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। চার বছর পর কোনও বিদেশ সফরে গেলেন কিম।
এদিকে বুধবারই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দেশের পূর্ব উপকূলে এই অস্ত্র পরীক্ষা করেছে তারা। সাম্প্রতিক অতীতে বারবারই অস্ত্র পরীক্ষার নামে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে বিতর্কে জড়িয়েছে উত্তর কোরিয়া।

[আরও পড়ুন: কমল খুচরো মুদ্রাস্ফীতির হার, দাম কমবে নিত্যপণ্যের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement