সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাদেন অতীত। তা নিয়ে জল ঘোলা করে লাভ নেই’। আমেরিকার কাছে দাবড়ানি খেয়ে এমনটাই সাফাই পাকিস্তানের। তবে এতে চিড়ে ভিজবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন।
[OMG! প্রেমিককে কুচি কুচি করে কেটে রাঁধল মহিলা, মাংস কারা খেল জানেন?]
সদ্য সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেনজির আক্রমন শানিয়ে তাঁর দাবি ছিল, আমেরিকার জন্য বিন্দুমাত্র কাজও করেনি পাকিস্তান। তারপরই পালটা জবাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে চলে লড়াই। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানান, শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাক বিদেশসচিব তেহমিনা জানজুয়া।পাক বিদেশমন্ত্রক সূত্রে খবর, টুইটারে ট্রাম্পের ‘ভিত্তিহীন’ আক্রমণ মেনে নেবে না পাকিস্তান। পাক গোয়েন্দাদের মদতেই লাদেনকে নিকেশ করতে পেরেছিল পাকিস্তান। তবে অ্যাবোটাবাদে পাক সেনার নাকের ডগায় লাদেনের উপস্থিতির কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।
চিনের সঙ্গে অভিসার ও আফগানিস্তানে আইএসআই-র ভূমিকা নিয়ে ইসলামাবাদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ ওয়াশিংটন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আইএসআই-র সঙ্গে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র আঁতাঁত ও রাওয়ালপিণ্ডি-পেন্টাগন সম্পর্কও সন্ত্রাসদমনে মদত করছে না। এদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অনুদানের নামে কাঁড়ি-কাঁড়ি ডলার হাত পেতে নিচ্ছে পাকিস্তান। কিন্তু নিট ফল শূন্য। আফগানিস্তানে তালিবান ও হাক্কানি জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে আইএসআই। সব মিলিয়ে পাকিস্তানের প্রতি মোহভঙ্গ হয়েছে ট্রাম্প প্রশাসনের। সদ্য চলতি আর্থিক বছর থেকে পাকিস্তানকে আর্থিক অনুদান বন্ধ করার কথা জানিয়েছে আমেরিকা৷ সন্ত্রাস দমনের জন্য পাকিস্তানকে ১৬৬ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন প্রশাসন৷ তবে ট্রাম্প-ইমরানের টুইট যুদ্ধের পরই তা বাতিল করে দেওয়া হয়েছে। ফলে আপাতত পাকিস্তানের উপর চাপ বাড়ল বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
[পাকিস্তানকে আর্থিক অনুদান বন্ধের ঘোষণা আমেরিকার]
The post ‘লাদেন অতীত’, মার্কিন দাবড়ানিতে সাফাই পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
