shono
Advertisement
Maldives

মালদ্বীপে গোটা প্রজন্মের উপর ধূমপানে নিষেধাজ্ঞা! বিশ্বের প্রথম দেশ হিসাবে নজিরবিহীন সিদ্ধান্ত

কী জানাল মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রক?
Published By: Subhodeep MullickPosted: 09:40 PM Nov 03, 2025Updated: 10:04 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসাবে নজিরবিহীন সিদ্ধান্ত নিল মালদ্বীপ। দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে গোটা প্রজন্মের উপর ধূমপানে নিষেধাজ্ঞা জারি করল দ্বীপ রাষ্ট্রটি। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০৭ সালের জানুয়ারি কিংবা তার পরে যারা জন্মগ্রহণ করেছেন, তারা আর তামাক কেনা, ব্যবহার এবং বিক্রি করতে পারবেন না। তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে মালদ্বীপ সরকার।

Advertisement

এখানে বলে রাখা ভালো, ২০২৪ সালের শেষের দিকে মালদ্বীপে ‘ভেপ’ (ইলেক্ট্রনিক সিগারেট) আমদানি, ব্যবহার এবং বিতরণ নিষিদ্ধ করেছিল সেদেশের সরকার। এবার ধূমপানের ক্ষেত্রেও সেই ধরনের পদক্ষেপ করা হল। এর আগে অনেক দেশই ধূমপানে নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ২০০২ সালে নিউজিল্যান্ডে একটি আইন আনা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছেন, তাদের কোনওভাবেই তামাক এবং তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। গত বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সরকারের অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায়। অন্যদিকে, আমেরিকাতেও এই ধরনের একটি আইনের কথা বলা হয়েছিল। কিন্তু তা এখনও পাস হয়নি।   

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ধূমপানের কারণে প্রতি বছর গোটা বিশ্বে ৭০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। হিসাব বলছে, ২০২৪ সালে, মালদ্বীপের জনসংখ্যার প্রায় ২৫.৫ শতাংশ তামাক ব্যবহার করতেন। যাদের বয়স ছিল ১৫ থেকে ৬৯ বছরের মধ্যে। তামাক ব্যবহারে পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল ৪১.৭ শতাংশ এবং মহিলাদের ৯.৩ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বের প্রথম দেশ হিসাবে নজিরবিহীন সিদ্ধান্ত নিল মালদ্বীপ।
  • দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে গোটা প্রজন্মের উপর ধূমপানে নিষেধাজ্ঞা জারি করল দ্বীপ রাষ্ট্রটি।
Advertisement