shono
Advertisement

শুধু GPS দেখে গাড়ি চালালেই হবে না, চোখ-কানও খোলা রাখুন!

পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। The post শুধু GPS দেখে গাড়ি চালালেই হবে না, চোখ-কানও খোলা রাখুন! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:42 PM Apr 08, 2017Updated: 05:49 PM Dec 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা চেনা যাচ্ছে না। তাই অনেক সময় আমরা গাড়ির জিপিএস বা মোবাইলের জিপিএসের সাহায্য নিয়ে থাকি। কিন্তু মাঝেমধ্যেই সেটাও কারও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরকমই ঘটনা ঘটেছে চিনে। যেখানে গাড়ির জিপিএসের সাহায্য নিয়ে বিপাকে পড়ে যান এক ব্যক্তি। গাড়ি নিয়ে চলে যান সোজা নদীর মাঝখানে। যতক্ষণে বুঝতে পারেন, দেরি হয়ে যায়। গাড়ি আটকে যায়।

Advertisement

[মিষ্টি হাবের Grand Opening চাইছেন ব্যবসায়ীরা]

শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে গত ১ এপ্রিল চিনের আনহুইতে। রাস্তা চেনেন না। তাই ব্যবহার করেছিলেন নিজের গাড়ির জিপিএস সিস্টেম। কিন্তু একবারের জন্যও ভাবেননি সেটাই ডেকে আনবে বিপদ। নিয়ে যাবে সোজা নদীর মাঝখানে।

[দ্রুত সমাধান হবে তিস্তা ইস্যুর, হাসিনাকে আশ্বাস মোদির]

এই ঘটনারই বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে। আর তাতে দেখা যাচ্ছে, নদীর মাঝখানে আটকে রয়েছে গাড়িটি। এরপরেই ওই ব্যক্তির সাহায্যে এগিয়ে আসে পুলিশ। গাড়িটি এবং তাঁর মালিককে উদ্ধার করতে নিয়ে আসা হয় বুলডোজার। প্রায় অর্ধেক দিন লেগে যায় গাড়িটি উদ্ধার করতে।

দেখুন ছবি: 

The post শুধু GPS দেখে গাড়ি চালালেই হবে না, চোখ-কানও খোলা রাখুন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement