সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোর একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারা প্রত্যেকেই শিশু। আহত হয়েছেন আরও ১১ জন। কিন্তু কী কারণে এই বিস্ফোরণটি হল, তা এখনও জানা যায়নি।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার বিকেলে মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের একটি জনপ্রিয় সুপারমার্কেটে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ঘটনার সময় সুপারমার্কেটের ভিতর ছিলেন বহু মানুষ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। বিস্ফোরণ জেরে হইচই পড়ে যায় এলাকাতেও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজো একটি ভিডিও বার্তায় প্রথম ২৩ জন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১১ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু কী কারণে বিস্ফোরণটি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় নাশকতার তত্ত্ব খারিজ করে দিয়েছেন ডুরাজো।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'এই বিস্ফোরণের ঘটনায় আমি গভীর শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। গভর্নরের সঙ্গে আমি যোগাযোগে রয়েছি।'
