shono
Advertisement
kentucky

টেক অফের পরই রাস্তায় আছড়ে পড়ল বিমান! আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭

আহত হয়েছেন আরও ১১ জন।
Published By: Subhodeep MullickPosted: 10:57 AM Nov 05, 2025Updated: 11:11 AM Nov 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার কেনটাকিতে। টেক অফের পরই রাস্তায় আছড়ে পড়ল একটি কার্গো বিমান। তারপরই ভয়ংকর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি বাড়িও।

Advertisement

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ ইউনাইটেড পার্সেল সার্ভিসের ওই কার্গো বিমানটি লুইভিলের বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু টেক অফের পরই উড়ানটির বাঁ দিকের ডানায় ধোঁয়া দেখা যায়। তারপরই সেটি আছড়ে পড়ে রাস্তায়। ভয়ংকর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায়। ভেঙে পড়ার সময় আশপাশে থাকা কয়েকটি বাড়িতেও বিমানটি ধাক্কা মারে বলে খবর। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহত হয়েছেন আরও ১১ জন। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে (এটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, টেক অফের পরই বিমানটি নিচের দিকে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে য়ায়। কালো ধোঁয়ায় ঢেকে  যায় গোটা এলাকা। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, "ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভেঙে পড়ার আগে বিমানটি দু'টি বাড়িতে ধাক্কা মারে। ঘটনার পরই সেখানে পৌঁছন উদ্ধারকারী দল এবং শুরু করেন আগুন নেভানোর কাজ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার কেনটাকিতে।
  • টেক অফের পরই রাস্তায় আছড়ে পড়ল একটি কার্গো বিমান।
  • তারপরই ভয়ংকর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে।
Advertisement