সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বর্ষণে বিপর্যস্ত কেনিয়া। দেশের পশ্চিম অঞ্চলে নেমেছে ভূমিধস। দুর্যোগে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ৩০। ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে বহু রাস্তা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত চলছিল পশ্চিম কেনিয়ায়। এর জেরে শনিবার এই অঞ্চলের বিভিন্ন প্রান্তে ভূমিধস নামে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেও বেশি বাড়ি। পাশপাশি, অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক রাস্তাঘাট। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে খারাপ আবহাওয়ার কারণে মাঝেমাঝেই তা ব্যাহত হচ্ছে বলে খবর। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কেনিয়ার রেড ক্রসের তরফে আকাশপথে ওই অঞ্চলের তোলা একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিশাল এলাকা জুড়ে ভূমিধস নেমেছে। কেনিয়ার এক মন্ত্রী কিপচুম্বা মুরকোমেন তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।’ তারা জানিয়েছে, সরকারের সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আহতদের এয়ার লিফ্ট করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভূমিধসের পাশাপাশি বন্যার কারণে কিছু কিছু এলাকায় পৌঁছনো কঠিন হয়ে যাচ্ছে।
