সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে গ্রেপ্তার করা হল বিদ্রোহী তেহরিক-ই-তালিবান (টিটিপি) গোষ্ঠীর ১৮ জন সদস্যকে। সূত্রের খবর, পাকিস্তানের একাধিক শহরে তারা হামলা ছক কষেছিল। কিন্তু শেষ মুহূর্তে পাঞ্জাব পুলিশের সন্ত্রাসদমন দপ্তরের হাতে তারা ধরা পড়ে যায়।
শনিবার একটি বিবৃতি জারি করে গোটা বিষয়টি জানিয়েছে পাঞ্জাব পুলিশের সন্ত্রাসদমন দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ‘গোপন সূত্রে খবর এসেছিল পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় লুকিয়ে রয়েছে টিটিপি গোষ্ঠীর একাধিক সদস্য। এরপরই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ১৮ জনকে। তারা পাকিস্তানের বিভিন্ন শহরে নাশকতার ছক কষেছিল।’ অভিযানে প্রায় ৩ কেজি বিস্ফোরক, ১৪টি ডেটোনেটর, ৩৩ ফুট লম্বা সেফটি ফিউজ তার এবং তিনটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, পাকিস্তানের তেহরিক-ই-তালিবান, বালোচ লিবারেশন আর্মির মতো স্বাধীনতাকামী সংগঠনগুলি পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব। যার জেরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বারবার হামলার শিকার হয় পাক সেনা। সাম্প্রতিক সময়ে একাধিকবার এই অঞ্চলে হামলার মুখে পড়েছে পাক সেনা। মৃত্যু হয়েছে বহু জওয়ানের। পালটা এই জায়গাগুলিতে সামরিক অভিযান আগের চেয়ে অনেক বাড়িয়েছে শাহবাজ সরকার।
এদিকে ২০২১ সালে মার্কিন সেনাকে তাড়ানোর পর আফগানিস্তানের শাসনভার উঠেছে তালিবানের হাতে। পাকিস্তানের আশা ছিল আফগানিস্তানে তালিবান ক্ষমতায় এলে পাকিস্তানকে সমর্থন করবে তারা। পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসের আঁতুড়ঘরগুলি আফগানিস্তান থেকে পরিচালনা করা যাবে। সেখানকার সশস্ত্র সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। যদিও বাস্তবে তা হয়নি। বরং অতীতের মতো ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে তালিবান। তাতে ক্ষেপে উঠেছে পাকিস্তান। ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হলেও উত্তেজনা এখনও কমেনি।
