সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের আকাশে রঙের খেলা। যা ঘিরে নেট ভুবনে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, তবে কি নতুন কোনও ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিবেশী দেশটি? অথবা অন্য কোনও ধরনের অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা।
তা অবশ্য নয়। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় আসল বিষয়টা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পাকিস্তানের আকাশে দৃশ্যমান রহস্যময় আলোর পিছনে কোনও রহস্য নেই। আসলে কোয়েত্তা শহরের সীমানায় পার্বত্য অঞ্চলের আকাশে যে আলোর দেখা মিলেছে এর কারণ লেন্টিকুলার মেঘ! সূর্যোদয়ের ঠিক আগে অনেক সময়ই এমন মেঘ দেখা যায়।
কী এই লেন্টিকুলার মেঘ? লেন্টিকুলার মেঘের নাম ল্যাটিন 'লেন্টিকুলারিস' থেকে এসেছে। এর অর্থ 'লেন্স-আকৃতির'। মসৃণ, প্রতিসম আকৃতির কারণে প্রায়শই এই মেঘদের UFO বলে ভুল করা হয়। এই স্থির মেঘগুলি তখন তৈরি হয় যখন স্থিতিশীল, আর্দ্র বাতাস পাহাড় বা পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়, যা নিম্নমুখী বাতাসের দিকে বড় বড় স্থায়ী তরঙ্গ তৈরি করে। সেই তরঙ্গের উপরে পৌঁছে বাতাস যখন ঠান্ডা হয়, তখন আর্দ্রতা ঘনীভূত হয়। যার ফলে স্তূপের মতো মেঘ তৈরি হয়।
এলাকার বাসিন্দারা ভোরে ঘুম থেকে ওঠার সময় এমন 'অবাস্তব' দৃশ্য দেখে চমকে ওঠেন। যেখানে আকাশে 'অস্বাভাবিক' রং ফুটে উঠেছিল। লেন্টিকুলার মেঘের এমন বৈশিষ্ট্যের সঙ্গে পরিচয় না থাকায় তাঁরা ঘাবড়ে যান। সূর্যের আলো জলের ফোঁটা এবং বরফের স্ফটিকে ঠিক সমকোণে পড়ার ফলেই এই 'ম্যাজিক' তৈরি হয়। তবে সাধারণত পর্বতশ্রেণীর কাছাকাছি এমন মেঘের দেখা অনেক সময়ই পাওয়া যায়। জোরাল বাতাস এবং ভূ-প্রকৃতি সেই মঞ্চ তৈরি করে দেয়।
