shono
Advertisement
Nawaz Sharif

ভারতের সঙ্গে যুদ্ধে যেও না! রণংদেহি শাহবাজকে সাবধানবাণী দাদা নওয়াজের

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 07:14 PM Apr 28, 2025Updated: 07:14 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বর্তমানে দু’দেশের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাকে কূটনৈতিক স্তরে মোকাবিলা করতে হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য ট্রিবিউন'-এর রিপোর্ট অনুযায়ী, বরিবার পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করে এমনই পরামর্শ দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাশাপাশি বর্তমানে ভারত বিরোধী যে কোনও মন্তব্য করা থেকেও বিরত থাকার পরামর্শ দেন তিনি। এই বৈঠকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমান পরিস্থিতিতে দু’দেশের সীমান্তে একপ্রকার যুদ্ধের পরিস্থিতি দেখা গিয়েছে। শিমলা চুক্তি স্থগিত করার পর সীমান্তে টানা চারদিন গোলাগুলি চালিয়েছে পাক সেনা। এদিকে পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নিয়েছে এনআইএ। তারাও পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। এদিকে সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্বকে পাশে পেতে যাবতীয় তৎপরতা শুরু করেছে ভারত।

পহেলগাঁওয়ের ঘটনার পর সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এরপরই পাকিস্তানের তরফেও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়। যার মধ্যে রয়েছে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ, শিমলা শান্তিচুক্তি বাতিল-সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত। সূত্রের খবর, এই সব বিষয় নিয়ে নওয়াজ শরিফকে যাবতীয় ব্যাখ্যা দেন শাহবাজ। আর এসব সিদ্ধান্ত যে পাকিস্তানের বিপক্ষেই যেতে পারে বলে সাবধান করেন নওয়াজ। এই পরিস্থিতিতে নতুন করে সামরিক সিদ্ধান্ত নেওয়া যে পাকিস্তানের পক্ষে আরও খারাপ পরিস্থিতি ডেকে আনতে পারে, সে বিষয়েও নওয়াজকে সতর্ক করেন শাহবাজ।

ওয়াকিবহাল মহলের মতে, ভারতে একাধিকবার জঙ্গি হামলার ঘটনার পর পাক মাটিকে সন্ত্রাসবাদের ‘আঁতুড়ঘর’ বলে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে ভারত। এদিকে অতীতে স্থলসেনা ও বায়ুসেনা পাক মাটিতে জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকও করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের উগ্র মনোভাবের ফল পাকিস্তানের পক্ষে খারাপ হতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। সব বিষয় মাথায় রেখে বর্তমান প্রধানমন্ত্রীকে সংযত হওয়ারই পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নওয়াজ শরিফের আমলে একাধিকবার ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কার্গিল যুদ্ধও হয়েছিল তাঁর শাসনকালেই। বর্তমান পরিস্থিতিতেও যুদ্ধ হলে আখেরে পাকিস্তানেরই ক্ষতি হবে বলেই ইঙ্গিত দিতে চাইলেন নওয়াজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখনই ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না।
  • বর্তমানে দু’দেশের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাকে কূটনৈতিক স্তরেই মোকাবিলা করতে হবে।
  • বরিবার পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করে এমনই পরামর্শ দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
Advertisement