shono
Advertisement
Nepal

নেপালের 'টাকা'য় ভারতের অংশ, মানচিত্র ঘিরে ফের বিতর্ক

প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশের মানচিত্র আপডেট করে।
Published By: Anustup Roy BarmanPosted: 04:55 PM Nov 27, 2025Updated: 05:26 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ এবং চিনের পরে এবার নেপাল। নিজেদের মানচিত্রে ভারতের অংশ জুড়ে এবার বিতর্ক তৈরি করেছে নেপাল। নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃহস্পতিবার নতুন ১০০ টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্র রয়েছে। এই মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চলও যুক্ত করা হয়েছে। ভারত এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

Advertisement

নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক বিভিন্ন নোট চালু করেছে দেশে। এর মধ্যে রয়েছে ১০টাকা, ৫০টাকা, ৫০০টাকা এবং এক হাজার টাকার নোট। যদিও শুধুমাত্র ১০০ টাকার নোটেই নেপালের মানচিত্র রয়েছে। মানচিত্রের বিষয়ে ব্যাঙ্কের মুখপাত্র জানিয়েছেন, পুরনো ১০০ টাকার নোটেও একই মানচিত্রের ছবি রয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সরকারি নির্দেশেই এই মানচিত্রে এই পরিবর্তন করা হয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের (এনআরবি) নতুন নোটটিতে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। অর্থাৎ নোটটি চালুর সময়কাল হিসেবে ২০২৪ নির্ধারণ করেছে ব্যাঙ্ক।

প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশের মানচিত্র আপডেট করে। ২০২০ সালের মে মাসে সংসদে অনুমোদনের মাধ্যমে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা অঞ্চল নেপালের মানচিত্রে যুক্ত করা হয়।

নেপালের এই মানচিত্র বদলের প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছে ভারত। লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চল ভারতের অংশ হিসেবে দাবি করা হয়েছে বার বার।

২০২০ সালে ভারত এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায়। নেপালের সংশোধিত মানচিত্রকে 'একতরফা কাজ' বলে দাবি করে ভারত। এর বিরোধীতা করে কাঠমান্ডুকে সতর্ক করা হয়। ভারতের দাবি এই ঘটনা আসলে জোর করে দেশের সীমান্ত পরিবর্তনের চেষ্টা। ভারতের সঙ্গে নেপালের এক হাজার ৮৫০ কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে। ভারতের পাঁচ রাজ্য অর্থাৎ সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, এবং উত্তরাখন্ডের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে।

নেপালের নতুন ১০০ টাকার নোটে বাম দিকে রয়েছে মাউন্ট এভারেস্টের ছবি। ডান দিকে রয়েছে নেপালের জাতীয় ফুল রডোডেন্ড্রনের জলছাপ। নোটের মাঝখানে হালকা সবুজ রঙে নেপালের মানচিত্র আঁকা রয়েছে। এছাড়াও নোটটিতে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনির ছবি এবং অশোক স্তম্ভের ছবি রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেপালের মানচিত্রে ভারতের অংশ।
  • কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃহস্পতিবার নতুন ১০০ টাকার নোট চালু করেছে।
  • ভারত এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
Advertisement