shono
Advertisement

Breaking News

Nepal flight

অবতরণের সময়ে প্রবল ঝাঁকুনি, রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, ভয়াবহ দুর্ঘটনা নেপালে

৫৫ জন ছিলেন দুর্ঘটনাগ্রস্থ বিমানে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:28 AM Jan 03, 2026Updated: 10:28 AM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে। অবতরণের সময়ে রানওয়ে থেকে ছিটকে গেল যাত্রীবোঝাই বিমান। রানওয়ে থেকে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে পড়ে উড়ানটি। তবে শেষ পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদে উদ্ধার করা গিয়েছে বিমানে থাকা ৫৫জনকে।

Advertisement

শুক্রবার রাতে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ভদ্রপুরের দিকে রওনা হয়েছিল বুদ্ধ এয়ারের একটি বিমান। মোট ৫০ জন যাত্রী ছিলেন ওই উড়ানে। ছিলেন ৫ জন উড়ানকর্মীও। রাত ৯টা নাগাদ ভদ্রপুরে নামার কথা ছিল বিমানটির। কিন্তু অবতরণের সময়েই বড়সড় বিপত্তি। রানওয়েতে নামার সময়ে প্রবল ঝাঁকুনি দিয়ে আচমকাই পিছলে যায় বিমানের চাকা। ফলে রানওয়েতে সঠিকভাবে বিমানটি নামতে পারেনি।

জানা গিয়েছে, রানওয়ে থেকে অন্তত ২০০ মিটার দূরে গিয়ে পড়ে বিমানটি। ওই রানওয়ের পাশেই ছিল একটি খাল। পিছলে গিয়ে ওই খালের দিকে চলে যায় যাত্রীবোঝাই বিমান। তবে খালের একেবারে ধারে এসে বিমানটি থেমে যায়, যার জেরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বিমান পিছলে যাওয়ার খবর পেয়েই কাঠমাণ্ডু থেকে ভদ্রপুর রওনা দেয় বিশেষ উদ্ধারকারী দল। সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় বিমানে থাকা প্রত্যেক যাত্রী এবং উড়ানকর্মীকে। কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছে বিমান সংস্থা।

বুদ্ধ এয়ারের তরফ থেকে জানানো হয়, এই দুর্ঘটনার জেরে অন্য বিমান চলাচলে প্রভাব পড়েনি। কেন এই দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হবে। পরীক্ষা করা হবে ওই বিমানটিও। প্রসঙ্গত, এভারেস্টের দেশে বিমান দুর্ঘটনার সাংঘাতিক ইতিহাস রয়েছে। গত তিন বছরে দু'বার বড়সড় বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। সব মিলিয়ে ৯০ জনের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার রাতে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ভদ্রপুরের দিকে রওনা হয়েছিল বুদ্ধ এয়ারের একটি বিমান।
  • জানা গিয়েছে, রানওয়ে থেকে অন্তত ২০০ মিটার দূরে গিয়ে পড়ে বিমানটি। ওই রানওয়ের পাশেই ছিল একটি খাল।
  • বুদ্ধ এয়ারের তরফ থেকে জানানো হয়, এই দুর্ঘটনার জেরে অন্য বিমান চলাচলে প্রভাব পড়েনি। কেন এই দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হবে।
Advertisement