shono
Advertisement

Breaking News

Nepal

নেপালে কবে নির্বাচন? দিনক্ষণ ঘোষণা করল কারকির অন্তবর্তী সরকার

কুরসিতে বসেই কারকি কথা দিয়েছিলেন, নেপালে সুষ্ঠুভাবে নির্বাচন করবেন।
Published By: Subhodeep MullickPosted: 11:16 PM Nov 17, 2025Updated: 11:16 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সেপ্টেম্বর মাসে নেপালে ‘জেন জি’ গণবিক্ষোভের জেরে পতন হয় কেপি শর্মা ওলি সরকারের। সেই ঘটনার দু’মাস কাটতে না কাটতেই নেপালে ভোটের দিনক্ষণ ঘোষণা করল সেদেশের নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, আগামী ৫ মার্চ নেপালে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে জানুয়ারি মাসেই শেষ হবে মনোনয়ন পর্ব।

Advertisement

নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৫ মার্চ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। তার আগে আগামী ২০ জানুয়ারি জমা নেওয়া হবে মনোনয়নপত্র। ওই দিন বিকেলেই প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে কমিশন। কোনও প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে, তা জানাতে হবে আগামী ২১ জানুয়ারির মধ্যে। ২৩ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। সেই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।  

ওলির পতনের পর নেপালের অন্তবর্তী প্রধানমন্ত্রী হয়েছে সুশীলা কারকি। কুরসিতে বসেই তিনি কথা দিয়েছিলেন, নেপালে সুষ্ঠুভাবে নির্বাচন করবেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী ৫ মার্চ নেপালে নির্বাচন। অবশেষে সেই ঘোষণাতেই শিলমোহর দিল সেদেশের নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, অন্তবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভাষণে কারকি বলেন, “আমি এবং আমার দল, আমরা ক্ষমতা ভোগ করতে আসিনি। ৬ মাসের বেশি আমরা থাকব না। পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই সময়ে সকলের সমর্থন চাই আমাদের, সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাব না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত সেপ্টেম্বর মাসে নেপালে ‘জেন জি’ গণবিক্ষোভের জেরে পতন হয় কেপি শর্মা ওলি সরকারের।
  • সেই ঘটনার দু’মাস কাটতে না কাটতেই নেপালে ভোটের দিনক্ষণ ঘোষণা করল সেদেশের নির্বাচন কমিশন।
  • জানা যাচ্ছে, আগামী ৫ মার্চ নেপালে অনুষ্ঠিত হবে নির্বাচন।
Advertisement