shono
Advertisement
Netherlands

নিঃশব্দ বিপ্লব! নেদারল্যান্ডসের প্রথম সমকামী এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হচ্ছেন রব জেটেন

অতিরক্ষণশীল নেতা গ্রিট উইল্ডার্সকে হারিয়েছেন রব জেটেন।
Published By: Anustup Roy BarmanPosted: 04:57 PM Nov 02, 2025Updated: 04:57 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেদারল্যান্ডসের রাজনীতি নিঃশব্দে এক বড় পরিবরতনের সাক্ষী হতে চলেছে। জানা গিয়েছে, ডাচ মধ্যপন্থী দল ডি৬৬-এর নেতা রব জেটেন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে চলেছেন। কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি, ৩৮ বছরের রব জেটেন হতে চলেছেন সেদেশের প্রথম ঘোষিত সমকামী প্রধানমন্ত্রী।

Advertisement

সাংবাদিকদের জেটেন জানিয়েছেন, 'আমি খুশি যে আমরা এই নির্বাচনে সবচেয়ে বড় দল হয়েছি। ডি৬৬-এর জন্য এটি একটি ঐতিহাসিক ফলাফল।'

অত্যন্ত কঠিন একটি লড়াইয়ে মুসলিম-বিরোধী অতিরক্ষণশীল নেতা গ্রিট উইল্ডার্সকে হারিয়েছেন রব জেটেন। উইল্ডার্সের প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন বিরোধী নীতি। এক প্রতিবেদনে জানা গিয়েছে, উইল্ডার্স কোরান নিষিদ্ধ করারও আহ্বান জানান।

মাত্র দুই বছরের কম সময়ে দেশের রাজনীতিতে রবের উত্থান ধূমকেতুর মতন। নেদারল্যান্ডসের রাজনীতিতে এই দুই বছরের মধ্যেই নিজের দলকে পাঁচ নম্বর থেকে এক নম্বরে তুলে এনেছেন তিনি। তাঁর প্রচারের কেন্দ্রে ছিল, উইল্ডার্সের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ। রব দাবি করেন, তাঁদের প্রচারে ইতিবাচন বক্তব্য প্রাধান্য পাবে কারণ গত কিছু বছরে নেদারল্যান্ডসকে নেতিবাচকতা গ্রাস করেছে। দেশের বাইরে থাকা বাসিন্দাদের পাঠানো ভোট গণনার পরে সোমবার  নির্বাচনের ফলাফল জানা যাবে। এখনও অবধি পাওয়া খবর অনিজায়ি জয়ের দোরগোড়ায় রয়েছেন রব।

রব জেটেন আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলাস কিনানের সঙ্গে সম্পর্কে রয়েছেন। আগামী বছর স্পেনে তাঁরা দু'জন বিয়ে করবেন বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডি৬৬-এর নেতা রব জেটেন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হবেন।
  • ৩৮ বছরের রব জেটেন হতে চলেছেন সেদেশের প্রথম ঘোষিত সমকামী প্রধানমন্ত্রী।
  • উইল্ডার্সের প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন বিরোধী নীতি।
Advertisement