shono
Advertisement
Diwali

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দিওয়ালি পার্টিতে মদ-মাংস! প্রতিবাদে সরব হিন্দুদের একাংশ

ঋষি সুনকের আমলে এমন ঘটনা কখনও ঘটেনি বলে দাবি হিন্দুদের।
Published By: Amit Kumar DasPosted: 08:28 PM Nov 10, 2024Updated: 08:28 PM Nov 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের প্রবিত্র দীপাবলির অনুষ্ঠানে মদ-মাংস খাওয়ানোর অভিযোগ উঠল ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মদ-মাংস সহযোগে নৈশভোজের আয়োজনে বেজায় ক্ষুব্ধ ব্রিটেনে বসবাসকারী হিন্দুদের একাংশ। এই ধরনের ঘটনা ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে অভিযোগ তুলছে হিন্দুরা। যদিও এই ঘটনায় প্রধানমন্ত্রীর বাসভবনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Advertisement

প্রতিবছরই দীপাবলির অনুষ্ঠান আয়োজিত হয় প্রধানমন্ত্রীর বাসভবন লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটে। সেই অনুষ্ঠান উপলক্ষে নৈশভোজে আমন্ত্রিত থাকেন ব্রিটেনের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নেতারা। এর আগে ঋষি সুনকের আমলে এখানে দীপাবলির অনুষ্ঠানে রাখা হত নিরামিষ খাবার। তবে স্টার্মার প্রধানমন্ত্রীর পদে আসার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত হিন্দুদের প্রবিত্র অনুষ্ঠানে মদ ও মাংসের আয়োজন বিতর্ক তৈরি করেছে। কেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও আলোচনা করা হল না, তা নিয়েও প্রশ্ন তুলছে হিন্দুদের একাংশ। 'ইনসাইট ইউকে' নামে এক হিন্দু সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়েছে, 'দীপাবলি শুধু উদযাপনের বিষয় নয়, এটি হিন্দুদের প্রবিত্র ধর্মীয় উৎসব। সেখানে যে নৈশভোজের আয়োজন হয়েছে তা হিন্দুদের ঐতিহ্যকে অশ্রদ্ধা করা।' পাশাপাশি, হিন্দুদের সাংস্কৃতিক সংবেদনশীলতাকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী কারও সঙ্গে আলোচনা করেছিলেন কিনা সে প্রশ্ন তুলেছে ওই সংগঠন।

পাশাপাশি এই ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরকে দায়ী করেছেন ব্রিটেনে বসবাসকারী হিন্দু পণ্ডিত সতীশ কে শর্মা। তিনি বলেন, গত ১৪ বছর ধরে প্রধানমন্ত্রীর বাসভবনে দীপাবলির অনুষ্ঠান পালিত হচ্ছে মদ বা মাংস ছাড়া। এবার সেখানে এই ঘটনা ঘটায় আমি স্তম্ভিত। ১০, ডাউনিং স্ট্রিটের আধিকারিকদের সংবেদনশীলতার অভাব ও আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া এই ঘটনার জয় দায়ী। এতটা অসতর্কতা ও অবহেলাপূর্ণ মানসিকতা সত্যিই দুঃখজনক।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দীপাবলি উপলক্ষ্যে বিরাট আয়োজন করা হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনে। একেবারে ভারতীয় সংস্কৃতির ধারা মেনে কুচিপুডি নৃত্য পরিবেশন-সহ বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠান শেষে নৈশভোজে যে খাবার দেওয়া হয়, সেখানে ছিল ঢালাও আমিষ খাবার ও মদ। দীপাবলিতে যেখানে নিরামিষ খাবার পছন্দ করেন হিন্দুরা, সেখানে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিন্দুদের প্রবিত্র দীপাবলির অনুষ্ঠানে মদ-মাংস খাওয়ানোর অভিযোগ উঠল ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের বিরুদ্ধে।
  • প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বেজায় ক্ষুব্ধ ব্রিটেনে বসবাসকারী হিন্দুদের একাংশ।
  • এতটা অসতর্কতা ও অবহেলাপূর্ণ মানসিকতা সত্যিই দুঃখজনক বলে দাবি হিন্দু পণ্ডিত সতীশ কে শর্মার।
Advertisement