shono
Advertisement
Canada

এবার ট্রাম্পের দেখানো পথে কানাডা, গণ হারে ভিসা বাতিলের ভাবনা! বিপাকে ভারতীয়রা

Published By: Kishore GhoshPosted: 01:05 PM Nov 04, 2025Updated: 02:14 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা নয়, এবার কানাডায় ভিসা সমস্যায় পড়তে চলেছেন ভারতীয়রা। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ্যে এসেছে। তার মাধ্যমে জানা গিয়েছে, সেদেশের অস্থায়ী বাসিন্দাদের অনেকেরই ভিসা বাতিল করতে চলেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছেন ভারতীয়রাও। মার্কিন প্রশাসনের দেখানো রাস্তায় হেঁটে অবৈধ উপায়ে কানাডায় আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কানাডা। এই প্রক্রিয়াতেই বহু ভারতীয়র ভিসা বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ভারতীয়দের পাশাপাশি কানাডা প্রবাসী বাংলাদেশিদের উপরেও নজর রয়েছে প্রশাসনের। গত আগস্ট মাসে কানাডিয়ান পোস্ট-সেকেন্ডারি প্রতিষ্ঠানে পড়াশোনার অনুমতির জন্য আবেদন করেছিলেন ভারতীয়রা। তার মধ্যে প্রায় ৭৪ শতাংশ আবেদন বাতিল হয়েছে। প্রতি চারটি আবেদনের মধ্যে তিনটিই বাতিল হয়েছে। অবৈধবাসীদের চিহ্নিতকরণ এবং ভিসা বাতিল প্রক্রিয়ায় কাজ করছে কানাডার শরণার্থী ও নাগরিকত্ব সংক্রান্ত সংস্থা আইআরসিসি, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) এবং তাদের মার্কিন সহযোগীরা।

প্রসঙ্গত, ভিসা নিয়ে একগুচ্ছ কঠোর পদক্ষেপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন মুলুকে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে, এইচ-১বি ভিসার যথেচ্ছ অপব্যবহার করে দেশীয় কর্মীদের চাকরি কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিদেশি কর্মীরা। মার্কিন শ্রম দপ্তরের নতুন প্রচার ভিডিওয় সরাসরি ভারতের নাম তুলে বলা হয়েছে, বিদেশিদের, বিশেষত ভারতীয়দের নিয়ে আমেরিকার তরুণদের স্বপ্ন চুরমার করা হচ্ছে। সেই কারণেই কঠোরতর করা হচ্ছে ভিসা নীতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement