সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের দুই সীমান্তে অস্বস্তি। পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়ায় শঙ্কিত দিল্লি। এর মধ্যেই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় বিমান হামলা চালাল সে দেশের শাসক জুন্টা বাহিনী। অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা কাচিন প্রদেশে সশস্ত্র বিদ্রোহী বাহিনী ‘কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)-র ডেরায় হামলা চালিয়েছে বলে খবর। এই হামলায় কমপক্ষ ১৫ জন নিরস্ত্র সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ১০ জন।
সূত্রের খবর, শনিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে ধারাবাহিক হামলা। সান লুন এলাকায় বিরোধীদের নিয়ন্ত্রিত একটি সোনার খনি নিশানা করে ওই হামলা চালানো হচ্ছে বলে খবর। বিদ্রোহীদের অর্থনৈতিক শক্তিতে আঘাত করতেই সোনার খনিতে হামলা চালানো হয়েছে বলে খবর। মারের অন্যতম ধনী বিদ্রোহী গোষ্ঠী কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে মূল্যবান ধাতু ও রত্নের বেশ কয়েকটি খনি। তাদের যোদ্ধার সংখ্যা প্রায় সাত হাজার।
কেআইএ-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহী সেনা ঘাঁটি নিশানা করে হামলা চালালেও মৃত্যু হয়েছে নিরীহ সাধারণ মানুষের। এদিকে অরুণাচল সীমান্তে মায়নামারের গৃহযুদ্ধের আগুন বাড়ন্ত হওয়ায় চিন্তায় নয়াদিল্লি। ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘‘মায়ানমার পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি।’’
