shono
Advertisement
Shehbaz Sharif

বাতাসে যুদ্ধের গন্ধ! ভারতে মক ড্রিল, পাকিস্তানে আইএসআই দপ্তরে শাহবাজ শরিফ

পহেলগাঁওয়ে আবহে ১৮ শতাংশ প্রতিরক্ষা খরচ বাড়িয়েছে পাকিস্তান।
Published By: Kishore GhoshPosted: 09:36 PM May 06, 2025Updated: 09:36 PM May 06, 2025

সংবাদ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন যুদ্ধ প্রস্তুতিতে বুধবার মক ড্রিল ভারতজুড়ে, তখন জল্পনা বাড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। সোমবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদর দপ্তরে হাই প্রোফাইল বৈঠক করেন তিনি। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাক প্রধানমন্ত্রী এদিন গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। সেখানে ভারতের নিরন্তর হুঁশিয়ারির মোকাবিলা নিয়ে কথা হয়েছে। যদিও এই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

Advertisement

আইএসআই সদর দপ্তরে শাহবাজের সঙ্গে ছিলেন পাক উপপ্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনার শীর্ষকর্তারা। সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন শাহবাজ এবং তাঁর পার্ষদরা। ভারতের "ক্রমবর্ধমান আক্রমণাত্মক এবং উসকানিমূলক আচরণ" নিয়ে কথা হয়েছে। জবাবে কী ব্যবস্থা নেওয়া হবে, সেকথাও হয়েছে।

এর আগে শাহবাজ শরিফ "জাতীয় সতর্কতা বৃদ্ধির" উপর জোর দিয়েছেন। দেশের সবকটি নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। সেনার মনোবল বাড়াতে বার্তা দিয়েছেন তিনি---সমগ্র জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে আছে। এদিকে পহেলগাঁওয়ে আবহে ১৮ শতাংশ প্রতিরক্ষা খরচ বাড়িয়েছে পাকিস্তান। সব মিলিয়ে রণং দেহি মেজাজে। 

প্রসঙ্গত, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে, ৭ মে, বুধবার দেশজুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে অসামরিক মহড়া হবে। দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়ার নির্দেশকা দিয়েছে অমিত শাহ-র দপ্তর। তার মধ্যে রয়েছে বাংলার ২৩টি জেলার ৩১টি জায়গা। তবে কি যুদ্ধ আসন্ন? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসআই সদর দপ্তরে শাহবাজের সঙ্গে ছিলেন পাক উপপ্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনার শীর্ষকর্তারা।
  • গতকাল স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে, ৭ মে, বুধবার দেশজুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে অসামরিক মহড়া হবে।
Advertisement