সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে গড়ে উঠবে বিরাট হিন্দু মন্দির(Hindu Temple In Pakistan)। তাও আবার সরকারি অনুদানে। শুনতে অদ্ভূত লাগলেও বাস্তবে তেমনটাই ঘটতে চলেছে এবার। ইতিমধ্যেই প্রায় ১ কোটি পাকিস্তানি রুপি (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা) বরাদ্দ করেছে শাহবাজ শরিফ সরকার। বিষয়টি বাস্তবায়িত হলে পাকিস্তানের মাটিতে ৬৪ বছর পর সংস্কার করা হবে প্রাচীন হিন্দু মন্দিরটিকে।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে নারওয়াল জেলার জাফরওয়াল শহরে রয়েছে বাওলি সাহিবের মন্দির। ইরাবতীর পশ্চিম তীরে রয়েছে ওই মন্দির। ১৯৬০ সালের পর মন্দিরটিতে প্রার্থনা বা উপাসনা হয়নি। গত ৬৪ বছর ধরে পরিত্যক্ত, জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বাওলি সাহিবের মন্দির। এবার সেটিকেই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য প্রায় ১ কোটি পাকিস্তানি রুপি (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা) বরাদ্দ করা হয়েছে বলে খবর।
পাক ধর্মস্থান কমিটির প্রাক্তন সভাপতি রতন লাল আর্যের বক্তব্য, নারওয়াল জেলায় বর্তমানে ১,৪৫৩ জন হিন্দুর বাস। যদিও বর্তমানে সেখানে একটিও হিন্দু মন্দির নেই। সংখ্যালঘু হিন্দুরা বাড়িতেই পুজো করেন। অনেকে আবার সুদূর শিয়ালকোট কিংবা লাহোরের মন্দিরে যান। এই অবস্থায় মন্দিরের সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হল। মন্দির চত্বরের আড়াই বিঘা জমিতে সংস্কারের কাজ শুরু হয়েছে। মন্দিরের পুরনো প্রাচীরটিও নতুন করে গড়া হবে। সংস্কারের পর মন্দিরটির রক্ষণাবেক্ষণের ভার তুলে দেওয়া হবে পাক ধর্মস্থান কমিটির হাতে।