সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ট্রয়ের ঘোড়া'। এবার ভারতকে অভিনব আক্রমণ পাক সেনাকর্তা সমশাদ মির্জার। পাকিস্তান যে নয়াদিল্লির বিরুদ্ধে খোঁচা দেওয়া বন্ধ করতে কোনওভাবেই রাজি নয়, তা ফের প্রমাণ করে দিলেন তিনি। দাবি করলেন, আড়ালে পাকিস্তানের ক্ষতি করার চেষ্টা করছে ভারত। গত সপ্তাহে মির্জা দাবি করেছিলেন, ভারতে রাজনৈতিকীকরণকৃত সামরিক বাহিনী এবং সামরিকীকরণকৃত রাজনীতি রয়েছে। এবার ফের ভারতকে আক্রমণ করলেন তিনি।
ইসলামাবাদ সিম্পোজিয়াম ২০২৫-এ অংশ নিয়েছিলেন ওই সেনাকর্তা। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ''পাকিস্তান আলোচনা পছন্দ করে। কিন্তু আমরা ভারতের মতো এমন এক দেশের সঙ্গে সংঘাতে জড়াচ্ছি যারা উত্তেজনা বৃদ্ধির সীমানাকে আরও বাড়িয়ে তুলছে।'' পাশাপাশি তিনি বলেন, ''কাশ্মীর সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন।'' এরপরই সেনাকর্তা দাবি করেন, ''ভারতের বর্তমান দৃষ্টিভঙ্গি উন্নয়নশীল দেশগুলির আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিরোধী। ওরা আসলে ‘ট্রয়ের ঘোড়া’।''
বলে রাখা ভালো, পাকিস্তান আলোচনা আগেও চেয়েছে। কিন্তু সেই সঙ্গে সন্ত্রাসে লাগাতার মদতও দিয়ে গিয়েছে তারা। যার প্রমাণ বারে বারে মিলেছে। শিগগিরি পাকিস্তানে খোলাখুলি সমাবেশ করতে চলেছে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবা। পাক সেনাবাহিনীই জঙ্গিদের এই সভা আয়োজন করছে লাহোরে। আগামী ২ নভেম্বর দাগি জঙ্গিদের উপস্থিতিতে লস্করকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করেছে শাহবাজ-মুনিররা। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানকে ভেতর থেকে গুঁড়িয়ে দেওয়া তেহরিক-ই-তালিবানের বিরুদ্ধে এই জঙ্গিদের ব্যবহার করা হবে। এই সম্মেলনে উপস্থিত না থাকলেও জেল থেকে বার্তা পাঠাচ্ছে ভারতের হিট লিস্টে উপরের দিকে থাকা জঙ্গি হাফিজ সইদ। আর এই বিষয়টি সামনে আসার পরই বিশ্বের সামনে নগ্ন পাকিস্তান। তবু পাক সেনাকর্তা ভারতের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রমাণ করলেন, পাকিস্তান আছে পাকিস্তানেই।
