shono
Advertisement

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তান, হাস্যকর দাবি ‘বন্ধু’চিনের

বেজিংয়ের এই ধরনের বিবৃতিতে হাসির রোল নেটদুনিয়ায়। The post সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তান, হাস্যকর দাবি ‘বন্ধু’ চিনের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:49 PM Sep 11, 2020Updated: 02:52 PM Sep 11, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে পাকিস্তান। এর জন্য তাদের অনেক আত্মত্যাগও করতে হচ্ছে। শুক্রবার এই দাবি করলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাউ লিজিয়ান (Zhao Lijian)। তাঁর বক্তব্যের কথা প্রকাশ পেতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

Advertisement

গোটা বিশ্ব যখন পাকিস্তানকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে চিনতে পেরেছে তখনও প্রিয়বন্ধুর সঙ্গ ছাড়তে নারাজ বেজিং। শুক্রবার এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন, ‘সন্ত্রাসবাদ (Terrorism) সমস্ত দেশের কাছেই একটা কমন চ্যালেঞ্জ। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অক্লান্ত লড়াই করছে পাকিস্তান। এর জন্য তাদের অনেক আত্মত্যাগও করতে হচ্ছে। আন্তর্জাতিক মহলের উচিত তাদের এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে সম্মান জানানো। চিনও সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।’

[আরও পড়ুন: প্রতিযোগিতায় মাতবেন না, অক্সফোর্ডের টিকার ট্রায়াল বন্ধ হওয়া নিয়ে বার্তা WHO’র]

ভারতকে বার্তা দিতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করার পাশাপাশি টিকটক (TikTok) -এর বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপের কড়া সমালোচনা করেন লিজিয়ান। ওয়াশিংটনকে আক্রমণ করে তিনি বলেন,’ নিজেদের জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে অন্য দেশগুলির কিছু বিশেষ কোম্পানির বিরুদ্ধে সরকারি ক্ষমতাকে কাজে লাগাচ্ছে আমেরিকা। চিন এই পদক্ষেপের তীব্র নিন্দা করছে।’

[আরও পড়ুন: বিচারের নামে প্রহসন, কূলভূষণ মামলায় ভারতীয় আইনজীবীতে না পাকিস্তানের]

The post সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তান, হাস্যকর দাবি ‘বন্ধু’ চিনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement