shono
Advertisement
Pakistan

পহেলগাঁও হামলার পর প্রকৃতির 'শাস্তি', সব রেকর্ড ভেঙে ৫০ ডিগ্রি তাপমাত্রা পাকিস্তানে!

তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে পাক আবহাওয়া দপ্তর।
Published By: Biswadip DeyPosted: 02:51 PM Apr 30, 2025Updated: 02:51 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে পুড়ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এমনিতেই আতঙ্কে তটস্থ ইসলামাবাদ। তার মধ্যেই প্রকৃতির রক্তচক্ষুতে জেরবার জনজীবন। মধ্য ও দক্ষিণ পাকিস্তানে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আগেই। এবার হয়তো পারদ ছাড়াবে ৫০ ডিগ্রির ঘর! এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের।

Advertisement

পাকিস্তানের হাওয়া অফিস ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ২০১৮ সালের এপ্রিলে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল তাপমাত্রার পারদ। সেই রেকর্ড এর মধ্যেই ভেঙে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সেই কারণেই সাধারণ নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা ৪৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। এবং গত সপ্তাহের শেষে যেভাবে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বেড়েছিল এবারের সপ্তাহান্তেও তেমন সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আর দু-তিনদিনের মধ্যেই ৫০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা।

কেবল পাকিস্তান নয়, এই সপ্তাহে ২১টি দেশে ১১০ ডিগ্রি ফারেনহাইট তথা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকতে পারে বলেই দাবি হাওয়া অফিসের। যার মধ্যে রয়েছে ইরান, কুয়েত, সৌদি আরব, ইরাক, কাতার, সুদানের মতো দেশও। এবং এই তালিকায় ভারতেরও নাম রয়েছে। ২০২৫ সালের এপ্রিলের তথ্য থেকে জানা যাচ্ছে, গোটা বিশ্বের ৬৩ শতাংশ অংশেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। অর্থাৎ ১১৬টি দেশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। অন্যদিকে ৩৯ দেশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় সিংহভাগ পর্যটক-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিককালে ভারতের বুকে এত বড় সন্ত্রাস সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এর হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানের সম্প্রচারমন্ত্রী আতাউল্লা তাহার জানাচ্ছেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বড় সেনা অভিযান শুরু করতে পারে ভারত। এহেন পরিস্থিতিতে প্রকৃতির রোষে পড়তে হল পাকিস্তানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গরমে পুড়ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এমনিতেই আতঙ্কে তটস্থ ইসলামাবাদ।
  • তার মধ্যেই প্রকৃতির রক্তচক্ষুতে জেরবার জনজীবন। মধ্য ও দক্ষিণ পাকিস্তানে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আগেই।
  • এবার হয়তো পারদ ছাড়াবে ৫০ ডিগ্রির ঘর! এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের।
Advertisement