shono
Advertisement

পাক ফৌজের উপর ভয়াবহ হামলা তালিবানের, বন্ধ আফগানিস্তান সীমান্ত

সীমান্তে পাক সেনাচৌকিগুলিকে নিশানা করেছে জেহাদিরা।
Posted: 08:53 AM Sep 07, 2023Updated: 08:53 AM Sep 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি ফৌজের উপর ভয়াবহ হামলা চালাল তালিবান। বুধবার আফগানিস্তান সীমান্তে পাক সেনাচৌকিগুলিকে নিশানা করে জেহাদিরা। শেষ পাওয়া খবর মোতাবেক, এখনও থেকে থেকেই গুলির লড়াই চলছে।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক-আফগান সীমান্তে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ লড়াই শুরু হয়। পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা চালায় তেহরিক-ই-তালিবান জঙ্গিরা। অত্যাধুনিক হাতিয়ার নিয়ে পঙ্গপালের মতো নেমে আসা শয়ে শয়ে জেহাদি। পাক ফৌজের দু’টি চৌকি দখল করে নেয় তারা। যদিও সেগুলি মুক্ত করা হয়েছে বলে দাবি করেছে পাক সেনা। লড়াইয়ে বেশ কয়েকজন জঙ্গি ও সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। এনিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসলামাবাদ। তবে থেকে থেকেই গুলির লড়াই চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্ত বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।

[আরও পড়ুন: রাশিয়াকে কতটা পালটা মার দিচ্ছে ইউক্রেন? খতিয়ে দেখতে কিয়েভ পৌঁছলেন ব্লিঙ্কেন]

বলে রাখা ভাল, আফগানিস্তানে সোভিয়েত অভিযানের সময় মুজাহিদদের মদত দিত পাকিস্তান। আইএসআইয়ের মদতে আফগান যুদ্ধপতিদের অস্ত্র পৌঁছে দিত মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। কালে কালে তালিবানি শাসকদেরও পৃষ্ঠপোষক হয়ে উঠে দেশটি। তবে সন্ত্রাসের হাওয়া মোরগের গতিবিধি যে এহেন মোড় নেবে তা তারা ভাবতে পারেনি। মাস দুয়েক আগে রাষ্ট্রসংঘের এক রিপোর্ট মোতাবেক, পাকিস্তানের জন্য কার্যত ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ হয়ে দাঁড়িয়েছে তালিবান।

উল্লেখ্য, ক্রমে চওড়া হচ্ছে তালিবান-পাকিস্তান সম্পর্কের ফাটল। মূলত, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) জঙ্গিগোষ্ঠীর বাড়বাড়ন্ত নিয়ে আফগান তালিবানের উপর ক্ষুব্ধ ইসলামাবাদ। পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে টিটিপি। ইসলামাবাদের বারবার অনুরোধ সত্ত্বেও সংগঠনটির উপর রাশ টানতে গড়িমসি করছে মুল্লা আখুন্দজাদার সংগঠন। আফগান তালিবানের সাফ কথা, টিটিপি পাকিস্তানের বিষয়। এনিয়ে কাবুলের কিছু করার নেই। ফলে সন্ত্রাসের দানব যে গিলে থাচ্ছে সৃষ্টিকর্তাকে তা স্পষ্ট। 

[আরও পড়ুন: ‘সম্পর্ক স্থিতিশীল’, জিনপিং জি-২০ সামিট এড়ালেও কৌশলী বার্তা চিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement