সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দেশেই বিপাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)! তাঁর বিরুদ্ধে জারি করা হল গ্রেপ্তারি পরোয়ানা। গত বৃহস্পতিবার এই ওয়ারেন্ট জারি করেছে পাকিস্তান অধিকৃত বালোচিস্তানের নির্বাসিত সরকার। সেই গ্রেপ্তারি পরোয়ানা সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন বালোচ নেতা মির ইয়ার বালোচ।
বুধবার সোশাল মিডিয়ায় মির জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বালোচিস্তান প্রজাতন্ত্র। শাহবাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বাধীন বালোচিস্তানের ভিসা নিয়ম লঙ্ঘন করেছেন। গত ৮ জানুয়ারির নির্দেশিকা অনুযায়ী, বালোচিস্তানের সার্বভৌমত্বের গুরুতর ও ইচ্ছাকৃত লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বৈধ ভিসা ছাড়াই অবৈধভাবে বালোচিস্তানে প্রবেশ করেছেন। বালোচিস্তান প্রজাতন্ত্রের আইন এবং সার্বভৌম কর্তৃত্ব অনুযায়ী, এখাকার যে কোনও বিমানবন্দরে আগমন বা প্রস্থানের সময় এই ধরনের গ্রেপ্তার করা হতে পারে।
বালোচদের তরফে স্পষ্টভাষায় জানানো হয়েছে, বালোচিস্তান একটি স্বতন্ত্র, সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। ফলে কোনও ব্যক্তিই এখানকার অভিবাসন আইনের ঊর্ধ্বে নন। পাকিস্তানের প্রধানমন্ত্রীও নন। পর্যাপ্ত আইনি নথি এবং অনুমোদিত ভিসা ছাড়া বালোচিস্তানে প্রবেশ করা বালোচিস্তানের আইনে ফৌজদারি অপরাধ। অনুমতি ছাড়া কাউকেই বালোচিস্তানের আকাশপথ বা সমুদ্রেপথে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে গত কয়েক দশক ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বালোচিস্তানের বিদ্রোহীরা। গত বছর থেকে সেই দাবিতে সশস্ত্র আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। পালটা দাঁত-নখ বের করেছে পাক সেনাও। গত বছর জানুয়ারি মাস থেকেই প্রায় ৪৫০ মানুষ প্রাণ হারিয়েছেন বালুচিস্তানে, যাঁদের অধিকাংশই নিরাপত্তাকর্মী। অন্যদিকে, ট্রেন হাইজ্যাকের পাশাপাশি লাগাতার চলছে আত্মঘাতী হামলা। পালটা পাক সেনার বিরুদ্ধে বালোচিস্তানের সাধারন নাগরিকদের বেছে বেছে অপহরণের অভিযোগ উঠছে। সবমিলিয়ে তীব্র হয়ে উঠেছে স্বাধীনতার আন্দোলন। সেই পথে হেঁটেই এবার পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বালোচিস্তান।
