shono
Advertisement
International Solar Alliance

মোদিকে একা ফেলে 'ISA' থেকে ট্রাম্পের পিঠটান! কী এই জোট, কেন পিছু হঠল আমেরিকা?

৩০ বছরের ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চওড়া ফাটল!
Published By: Amit Kumar DasPosted: 04:26 PM Jan 09, 2026Updated: 05:06 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) থেকে নিজেদের সরিয়ে নিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা জন্য ঝুঁকিপূর্ণ তো বটেই, একইসঙ্গে গত ৩০ বছরের ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চওড়া ফাটল হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, কী এই আইএসএ? কেন এই জোট থেকে পিছু হঠল আমেরিকা?

Advertisement

২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে (COP21) গঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের উদ্যোগে গঠিত হয় আইএসএ। এই সংস্থার লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি বিনিয়োগে ১ ট্রিলিয়ন ডলার সংগ্রহ করা, এবং উন্নয়নশীল দেশগুলিকে সাশ্রয়ী মূল্যে সৌর প্রযুক্তি দেওয়া। যাতে দূষণের মাত্রা না বাড়িয়ে দেশগুলি তাদের শক্তির চাহিদা মেটাতে পারে। এই সংস্থার সদর দপ্তর নির্মাণ করা হয় ভারতের গুরুগ্রামে। এখান থেকেই যাবতীয় কাজ পরিচালনা হত আইএসএ-র। ২০২১ সালে ১০ নভেম্বর জো বাইডেনের নেতৃত্বাধীন আমেরিকা যোগ দেয় এই সংস্থায়। এবার সেই জোট থেকে বেরিয়ে গেল ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা। আমেরিকা বেরিয়ে গেলেও বর্তমানে ১০০-র বেশি দেশ এই সংস্থার সঙ্গে যুক্ত।

ইতিমধ্যেই বিশ্বের নানা প্রান্তে সমাজকল্যাণমূলক কাজে মার্কিন অনুদান বন্ধ বা কমিয়ে দেওয়া হয়েছে ট্রাম্পের নির্দেশে। এবার এমনই ৬৬টি সংগঠন থেকে সরে দাঁড়িয়েছে আমেরিকা। তারমধ্যে ৩১ সংগঠন সরাসরি রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত। বুধবার এই সিদ্ধান্তের এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, এই সংগঠনগুলি মার্কিন স্বার্থ পূরণ করে না। তাই ৬৬টি সংগঠন থেকে সরে দাঁড়াল আমেরিকা। এই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। আইএসএ থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি আমেরিকার যুদ্ধ দপ্তরের বার্ষিক বাজেট ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

ওয়াকিবহাল মহলের মতে, আইএসএ থেকে আমেরিকার সরে যাওয়া শুধুমাত্র বিশ্বের জলবায়ু পরিবর্তনের সমস্যাকে এড়িয়ে যাওয়া নয়, এর গুরুতর প্রভাব পড়বে গত ৩০ বছরের ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে। ট্রাম্পের এই পদক্ষেপ ভারত-মার্কিন সম্পর্ককে দুর্বল করে দেবে। তবে আমেরিকা এই উদ্যোগ থেকে নিজেকে সরিয়ে নিলেও বিন্দুমাত্র ভাবিত নয় ভারত। সূত্রের খবর, ভারত জানিয়েছে আমেরিকা যদি চলে যেতে চায় তবে যাক। তাতে জোটে কোনও প্রভাব পড়বে না। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সেই লক্ষ্যে আমরা সফল হব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) থেকে নিজেদের সরিয়ে নিল আমেরিকা।
  • এই পদক্ষেপ ৩০ বছরের ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চওড়া ফাটল!
  • ২০২১ সালে ১০ নভেম্বর জো বাইডেনের নেতৃত্বাধীন আমেরিকা যোগ দেয় এই সংস্থায়।
Advertisement