shono
Advertisement
United States

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ভরা পার্কে চলল গুলি, মৃত্যু ২ নাবালকের

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 06:39 PM May 27, 2025Updated: 06:42 PM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ফিলাডেলফিয়া বন্দুকবাজের হামলা। পার্কের মধ্যে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। এই হামলায় ২ জন নাবালকের মৃত্যু হয়েছে। পাশাপাশি, আহত হয়েছে আরও ১০ জন। হামলার পর সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার স্থানীয় সময় ১০ টা ২৭ নাগাদ  লেমন হিল ড্রাইভের ফেয়ারমাউন্ট পার্কে দুষ্কৃতীরা আসে। সেই সময় সেখানে বেশ কিছু মানুষের ভিড় ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই গুলির আঘাতেই মৃত্যু হয়েছে ২ নাবালকের। আহত হয়েছেন ১০ জন। এরপরই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু হলেও অভিযুক্তের এখনও কোনও সন্ধান পায়নি পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চলছে।

প্রসঙ্গত, রবিবারই আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন ১১ জন। লিটিল রিভার এলাকায় একটি অনুষ্ঠান চলাকালীন এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। তবে সেখানে কারও মৃত্যু হয়নি। সেই ঘটনার পর এবার ফিলাডেলফিয়ার পার্কে হামলা চালাল দুষ্কৃতীরা। এর নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকার ফিলাডেলফিয়া বন্দুকবাজের হামলা।
  • পার্কের মধ্যে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা।
  • এই হামলায় ২ জন নাবালকের মৃত্যু হয়েছে।
Advertisement