shono
Advertisement
Philippines

'... কামান দাগা'! মশা মারলেই মিলবে পুরস্কার, কেন এমন ঘোষণা ফিলিপিন্সে?

প্রত্যেক বছরই ডেঙ্গুর প্রকোপে ফিলিপিন্সে প্রাণ হারান বহু মানুষ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:30 PM Feb 19, 2025Updated: 05:30 PM Feb 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, মশা মারতে কামান দাগা। কিন্তু এই প্রবাদগুলো যে বাস্তবে ফলে যায় তার প্রমাণ বারবারই মিলেছে। এবার যেমনটা ঘটল ফিলিপিন্সে। কারণ সেদেশে থাবা বসিয়েছে ডেঙ্গু। মারণ মশার দুরন্ত ব্যাটিং সামলাতে কালঘাম ছুটছে ফিলিপিন্সের সবচেয়ে জনবহুল শহরগুলোর প্রশাসনের। তাই মশা মারলেই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু রোধে এমনই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

Advertisement

প্রত্যেক বছরই ডেঙ্গুর প্রকোপে ফিলিপিন্সে প্রাণ হারান বহু মানুষ। এই মশাবাহিত রোগ প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন শহরের প্রশাসন। এবছরও সেদেশে থাবা বসিয়েছে ডেঙ্গু। সাধারণ মানুষকে সচেতন করতে নানা প্রচার করা হচ্ছে। এবার ডেঙ্গুর বিস্তার রুখতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি সূত্রে খবর, ফিলিপিন্সের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রাম প্রধান কারলিটো কার্নাল জানান, কেউ যদি পাঁচটি মশা জীবিত কিংবা মৃত জমা দিতে পারেন তাহলে তিনি এক পেসো (ফিলিপিন্সের মুদ্রা) পুরস্কার পাবেন। মশার লার্ভা জমা দিলেও মিলবে পুরস্কার। পরে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে জীবিত মশা ও লার্ভা নির্মূল করা হবে। 

এছাড়া মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যও নানা কথা বলেন কারলিটো জানান, সকলকে রাস্তা পরিষ্কার রাখতে উদ্যোগ দিতে হবে। জমা জলে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই কোথাও যাতে জল না জমে সেদিকেও নজর রাখতে হবে। এই পুরস্কারের কথা ঘোষণা হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। এনিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য এটা প্রয়োজনীয়। গত কয়েকদিনে ব্যাপক মাত্রায় সংক্রমণ ছড়িয়েছে। ৪৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই ওই এলাকায় ডেঙ্গুতে দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিপিন্সের স্বাস্থ্য দপ্তর সংবাদমাধ্যমে জানিয়েছে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে স্থানীয় প্রশাসনের সদিচ্ছা প্রশংসনীয়। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ফিলিপিন্সে ২৮ হাজার ২৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। বিসিসির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২১ জন এই পুরস্কার পেয়ে গিয়েছেন। তাঁরা সকলে মোট ৭০০টি মশা ধরেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রত্যেক বছরই ডেঙ্গুর প্রকোপে ফিলিপিন্সে প্রাণ হারান বহু মানুষ।
  • এবার ডেঙ্গুর বিস্তার রুখতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • কেউ যদি পাঁচটি মশা জীবিত কিংবা মৃত জমা দিতে পারেন তাহলে তিনি এক পেসো (ফিলিপিন্সের মুদ্রা) পুরস্কার পাবেন।
Advertisement