shono
Advertisement
Alaska

মাঝ আকাশে ত্রুটি সারানোর চেষ্টা কাজে এল না, রানওয়ের কাছে ভাঙল মার্কিন যুদ্ধবিমান

এফ-৩৫ ফাইটার জেটের ভেঙে পড়ার ভিডিও ভাইরাল।
Published By: Rakes KanjilalPosted: 05:18 PM Aug 28, 2025Updated: 07:15 PM Aug 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আহমেদাবাদ, বাংলাদেশ, ইটালি থেকে ক্যালিফোর্নিয়া। পর পর বিমান দুর্ঘটনায় শঙ্কিত গোটা বিশ্ব। সাম্প্রতিক সময়ে ভারতে একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। সবমিলিয়ে বিমানযাত্রা বিভীষিকা হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে। এই অবস্থায় আরও এক বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল হল সমাজমাধ্যমে। যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বায়ুসেনার একটি এফ-৩৫ ফাইটার জেট ভেঙে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, রানওয়ের কাছেই ভেঙে পড়ছে বিমানটি। ঠিক তারপরই আকাশ থেকে প্যারাশুটে নেমে আসছেন পাইলট। বিমানটি আকাশে ওড়ার পর যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ৫ জন ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা বলেও সমস্যার সমাধান করতে পারেননি ওই পাইলট। ফাইটার জেট তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে প্যারাশুট নিয়ে বিমান থেকে ঝাঁপিয়ে পড়েন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এফ-২৩ ফাইটার জেটটির 'নোজ' ও প্রধান 'ল্যান্ডিং গিয়ারে'র হাইড্রোলিক লাইনে বরফ জমে গিয়েছিল, যার ফলে ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে খোলা যায়নি সেই কারণেই এই দুর্ঘটনা বলে সংস্থার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

দুর্ঘটনাটি সাম্প্রতিককালের নয়। ২০২৫ সালের শুরুতে আলাস্কায় এমনটা ঘটে গিয়েছিল। তারই ভাইরাল ভিডিও নিয়ে সম্প্রতি ফের চর্চা শুরু হয়েছে। আকাশে ওড়ার পর চালক বিমানটির যান্ত্রিক গোলযোগে সমস্যায় পড়েন। সমাধানের চেষ্টা করতে গিয়ে চালক দেখেন বিমানটি এমন ইঙ্গিত দিচ্ছে যেন সেটি মাটিতেই রয়েছে। এরপর পাইলট প্রায় ৫০ মিনিট পাঁচজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কনফারেন্স কলে সমস্যার সমাধানের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কাজেই বিমান থেকে প্যারাশুট সমেত ঝাঁপ দিতে বাধ্য হন পাইলট। দুর্ঘটনার সময় তাপমাত্রা ছিল মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস।

এয়ার ফোর্সের তদন্তে জানা যায়, জেটটির নোজ ও ডানদিকের প্রধান ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক তরলের এক-তৃতীয়াংশই জলে ভর্তি ছিল। নয় দিন পর একই ঘাঁটিতে আরও একটি বিমানে একই ধরনের সমস্যা ধরা পড়ে, যদিও সেটি নিরাপদেই অবতরণ করে।

লকহিড মার্টিনের এফ-৩৫ বিমান প্রকল্পটি আগেই উৎপাদন সংক্রান্ত ও উচ্চ ব্যয়ের কারণে সমালোচনার মুখে পড়েছে। ২০২১ সালে প্রতিটি জেটের দাম ছিল প্রায় ১৩৫.৮ মিলিয়ন ডলার। ২০২৪ সালে প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে প্রাথমিক চুক্তির পর যা নেমে আসে ৮১ মিলিয়ন ডলারে। অভিযোগ উঠছে দাম কমিয়ে এফ-২৩ যুদ্ধ বিমানের গুণমান কমানো হয়েছে। সেই কারণেই যুদ্ধবিমানে এই ধরণের সমস্যা সামনে আসছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের শুরুতেই আলাস্কায় একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে গিয়েছিল।
  • মার্কিন বায়ুসেনার একটি এফ-৩৫ ফাইটার জেট ছিল সেটি।
  • অনেক চেষ্টাতেও যান্ত্রিক গোলযোগ সারাতে পারেননি পাইলট। বিমান থেকে ঝাঁপ দিতে বাধ্য হন তিনি।
Advertisement