সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার ফ্লোরিডায়। যান্ত্রিক গোলযোগের জেরে ব্যস্ত রাস্তায় জরুরি অবতরণের সময় গাড়ির সঙ্গে সংঘর্ষ বিমানের। এই ঘটনায় বিমানের পাইলট ও যাত্রীরা সুরক্ষিত থাকলেও আহত হয়েছেন গাড়ির চালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
বিমান পরিবহণ সংস্থার তরফে জানা গিয়েছে, এই ঘটনা গত সোমবারের। বিচক্রাফট ৫৫ ব্যারন নামে দুই ইঞ্জিন বিশিষ্ট এই ছোট বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পর তাতে যান্ত্রিক ত্রুটি নজরে আসে। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের পাইলট। সামনেই ফ্লোরিডার জাতীয় সড়ক থাকায় সেখানেই বিমানটি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যস্ত সড়কে অবতরণের ঠিক আগের মুহূর্তে ঘটে দুর্ঘটনা।
একটি গাড়ির সামনের ক্যামেরায় রেকর্ড হয়েছে পুরো ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝরাস্তায় হঠাৎ নেমে আসছে একটি বিমান। সামনে থাকা একটি গাড়ির উপর গিয়ে পড়ে সেটি। এরপর ছিটকে রাস্তায় গিয়ে পড়ে। রাস্তায় হিঁচড়ে যাওয়ার সময় দেখা যায় আগুনের ফুলকি। যদিও আশার কথা এই যে, এই দুর্ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ছোট ওই বিমানটিতে দুই যাত্রী ছিলেন। তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে যে টয়োটা গাড়িতে বিমানটি ধাক্কা মেরেছিল সেই গাড়ি চালাচ্ছিলেন ৫৫ বছর বয়সি এক মহিলা। ঘটনায় আহত হয়েছেন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
