সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুলাই মাসেই সংঘাতে জড়িয়েছিল দুই দেশ। মার্কিন হস্তক্ষেপে শান্ত হলেও পাঁচ মাস পর ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে। এই পরিস্থিতি যুদ্ধ থামাতে আবার আসরে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সংঘাত থামাতে তিনি ফের দু’দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করবেন।
সম্প্রতি পেনসিলভেনিয়ায় এক জনসভায় যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ থামানোর ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গত ১০ মাসে আমি আটটি যুদ্ধ থামিয়েছি।” পাশাপাশি, তাঁর কণ্ঠে উঠে আসে ভারত-পাকিস্তান এবং ইরান-ইজরায়েলের প্রসঙ্গও। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমার নজরে রয়েছে। যুদ্ধ থামাতে দু’দেশের রাষ্ট্রপ্রধানকে আমি শীঘ্রই ফোন করব।”
গত সোমবার সকালে থাইল্যান্ডে ব্যাপক গোলাবর্ষণ করে কম্বোডিয়া। তারপরই কম্বোডিয়ায় পালটা বিমান হামলা চালায় থাই সেনা। তারা দাবি করে, কম্বোডিয়ার গোলাবর্ষণে মৃত্যু হয়েছে তাদের এক সেনার। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। বুধবার দু'দেশের সংঘর্ষ তৃতীয় দিনে পড়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ট্রাম্প। ফের কি তাহলে 'শান্তির দূত'-এর ভূমিকায় অবতীর্ণ হবেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে।
চলতি বছরের জুলাই মাসে টানা পাঁচদিন যুদ্ধ চলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যে। অন্তত ৪০ জনের মৃত্যু হয় দুপক্ষে। তিনদিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া। যদিও সে প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় দুপক্ষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাঁর প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। অক্টোবর মাসে শান্তিচুক্তি সই করে দুপক্ষ। তবে গত পাঁচ মাসে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতির অভিযোগ এনেছে। সোমবার সকাল থেকে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
প্রসঙ্গত, ‘এমারেলড ত্রিকোণ’ নামের একটি এলাকা নিয়ে দুই দেশের সংঘাত দীর্ঘদিনের। যেখানে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওসের সীমানা মিলিত হয়েছে। উল্লেখ্য, ‘এমারেলড ত্রিকোণে’ রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির। ওই মন্দিরগুলিকে নিয়ে সংবেদনশীল তিন দেশের সাধারণ মানুষেরা। এলাকাটির দখল নিয়ে বছর পনেরো আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে। সম্প্রতি তা নিয়েই ফের সংঘর্ষে জড়িয়েছে দু'দেশ।
