shono
Advertisement
Morocco Building Collapse

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জোড়া বিল্ডিং, ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১৯

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
Published By: Sulaya SinghaPosted: 04:49 PM Dec 10, 2025Updated: 06:14 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশাপাশি দু'টি বহুতল ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা মরক্কোয় (Morocco Building Collapse)। ধ্বংসাবশেষে চাপা পড়ে প্রাণ হারালেন অন্তত ১৯ জন। আহত কমপক্ষে ১৬ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

Advertisement

মরক্কোর অন্যতম জনপ্রিয় ও জনবহুল শহর ফেজে মঙ্গলবার মধ্যরাতে (স্থানীয় সময়) ঘটে এই ভয়ংকর দুর্ঘটনাটি। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জুড়ে থাকা দু'টি চারতলা বিল্ডিং। জানা গিয়েছে, জরাজীর্ণ ওই বহুতলে আটটি পরিবারের বাস ছিল। দীর্ঘদিন ধরে ওই বিল্ডিংয়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়নি। স্থানীয়রা দাবি করা সত্ত্বেও লাভ হয়নি। ফলে পরিণতি হল বীভৎস। ঘটনার খানিক পরেই সেই স্থানে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল। বহুতলের নিচে চাপা পড়া বাসিন্দাদের বের করার চেষ্টা শুরু হয়। ইতিমধ্যেই ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ওই বহুতলে ফাটল ধরেছিল। যা দেখেও কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে। রীতিমতো ঝুঁকি নিয়েই সেখানে আটটি পরিবার বসবাস করছিল। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বহুতল ভাঙার কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি।

মাস দুয়েক আগেই প্রশাসনের বিরুদ্ধে পথে প্রতিবাদে নেমেছিল সাধারণ মানুষ। বেকারত্ব, বাসস্থানের নিম্নমান, বিশ্রী সরকারি পরিষেবার বিরুদ্ধে সরব হয়েছিলেন আমজনতা। সেই আন্দোলন এতটাই ভয়ংকর রূপ নেয় যে নিরাপত্তা ভেঙে প্রশাসনিক হেডকোয়ার্টারে অনুপ্রবেশের অভিযোগে তিনজনকে গুলি করা হয়। অন্তত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এমন পরিস্থিতিতে এহেন দুর্ঘটনা আমজনতার প্রতি সরকারের দায়বদ্ধতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মরক্কোর অন্যতম জনপ্রিয় ও জনবহুল শহর ফেজে মঙ্গলবার মধ্যরাতে ঘটে এই ভয়ংকর দুর্ঘটনাটি।
  • আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জুড়ে থাকা দু'টি চারতলা বিল্ডিং।
  • জানা গিয়েছে, জরাজীর্ণ ওই বহুতলে আটটি পরিবারের বাস ছিল।
Advertisement