shono
Advertisement
Trump On Modi

'মোদি আমার উপরে খুশি নন, কারণ...', হোয়াইট হাউসে মন্তব্য ট্রাম্পের

ভেনেজুয়েলা আবহে ভারতকে কী বার্তা ট্রাম্পের?
Published By: Biswadip DeyPosted: 10:16 AM Jan 07, 2026Updated: 03:58 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন তাঁকে খুশি করা গুরুত্বপূর্ণ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মুখ খুললেন মোদির (Trump On Modi) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। আগে বলেছিলেন, মোদি জানেন তিনি খুশি নন তাঁদের উপরে। এবার তাঁর দাবি, মোদিই খুশি নন মার্কিন প্রেসিডেন্টের উপরে।

Advertisement

হোয়াইট হাউসে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ''প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু উনি আমার উপরে খুশি নন, কেননা ভারতকে চড়া শুল্ক দিতে হচ্ছে। কিন্তু ওঁরা রাশিয়া থেকে কেনা তেলের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছেন।''

কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন, “প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। ওরা বাণিজ্য করে। এবং আমরা খুব দ্রুত ওদের উপর শুল্ক বাড়াতে পারি।” প্রসঙ্গত, গত বছর, ট্রাম্প তাঁর শুল্ক সাজা আরও তীব্র করেন। ভারতের উপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেন এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ জরিমানা আরোপ করেন। এর ফলে কিছু বিভাগে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছে যায়। এই পদক্ষেপের ফলে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি হয়।

প্রথম দফায় আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে আলোচনা সফল হয়নি। তার পরেই ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বেশি শুল্ক চাপানোর আরও একটি কারণ হল, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা। তা নিয়ে টানাপড়েনও চলে দুই দেশের মধ্যে। তবে পরবর্তীকালে আবার আলোচনা শুরু হয়। মোদি ও ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সুসম্পর্ক এই পরিস্থিতিতে টাল খেয়েছে বলেই মনে করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্প বারবার মুখ খুলছেন তাঁদের সম্পর্ক নিয়ে। এদিন পরিষ্কার করে দিলেন, তিনি বুঝতে পেরেছেন মোদি তাঁর উপরে খুশি নন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন তাঁকে খুশি করা গুরুত্বপূর্ণ।
  • এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মুখ খুললেন মোদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে।
  • আগে বলেছিলেন, মোদি জানেন তিনি খুশি নন তাঁদের উপরে। এবার তাঁর দাবি, মোদিই খুশি নন মার্কিন প্রেসিডেন্টের উপরে।
Advertisement