shono
Advertisement
Prince Andrew

এপস্টেইন কেলঙ্কারিতে নাম জড়ানোর জের! ভাই অ্যান্ড্রুর 'যুবরাজ' তকমা কাড়লেন রাজা চার্লস

অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করলেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানিয়েছেন রাজা।
Published By: Anustup Roy BarmanPosted: 10:49 AM Oct 31, 2025Updated: 10:49 AM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ব্রিটেনের রাজ পরিবারের। সেই ঘটনায় এবার নিজের ভাই প্রিন্স অ্যান্ড্রুকে শাস্তি দিলেন রাজা চার্লস নিজেই। কেড়ে নেওয়া হল সব রাজকীয় খেতাব। ছাড়তে হবে প্রাসাদ।

Advertisement

বাকিংহাম প্যালেস একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর সমস্ত রাজকীয় উপাধি, সম্মান এবং সুযোগ-সুবিধা কেড়ে নিয়েছেন। পাশাপাশি তাঁকে উইন্ডসরের বাসভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জেফ্রি এপস্টাইনের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে চাপ বেড়েছে রাজপরিবারের উপর। নতুন করে সমালোচনার ঝড় ওঠার পরে এই ঘোষণা করা হয়েছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, 'রাজা প্রিন্স অ্যান্ড্রুর স্টাইল, উপাধি এবং সম্মান সরিয়ে নেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন।' বিবৃতিতে আরও বলা হয়েছে, এবার থেকে প্রিন্স অ্যান্ড্রুর নাম হবে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। তিনি আর 'ডিউক অফ ইয়র্ক' থাকবেন না। পাশপাশি, অ্যান্ড্রুর বহুদিনের বাসভবন, ৩০ কামরার উইন্ডসর প্রাসাদ ছেড়ে দিতে হবে তাঁকে।

বিতর্কিত অ্যান্ড্রুর সঙ্গে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। ভার্জিনিয়া গিফ্রের দায়ের করা মামলার পরে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। গিফ্রের অভিযোগ ১৭ বছর বয়সে অ্যান্ড্রুর যৌন নির্যাতনের শিকার হন তিনি। জানা গিয়েছে, ২০২২ সালে অর্থের বিনিময়ে মামলাটি নিষ্পত্তি করেন অ্যান্ড্রু। যদিও, কত টাকা দিয়েছেন তা জানা যায়নি। নিজেকে নির্দোষ দাবি করে অ্যান্ড্রু বলেন, গিফ্রের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি।

রাজপ্রাসাদের তরফে দাবি করা হয়েছে, অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করলেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি, রাজা চার্লস এবং রানী ক্যামিলা, নির্যাতনের শিকার হওয়া সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই সিদ্ধান্তের নীতিগত প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ব্রিটেনের রাজ পরিবারের।
  • প্রিন্স অ্যান্ড্রুকে শাস্তি দিলেন রাজা চার্লস নিজেই।
  • কেড়ে নেওয়া হল সব রাজকীয় খেতাব।
Advertisement