সুকুমার সরকার, ঢাকা: এবার রাজনীতির ময়দানে নামবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়! সক্রিয় রাজনীতিতে নামার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। নিজেই জানিয়েছেন হাসিনাপুত্র। দল আওয়ামি লিগ ও বাংলাদেশের জনগণকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই মুহূর্তে আমেরিকার ওয়াশিংটনে রয়েছেন জয়। হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। একের পর এক ভিডিও বার্তাও দিচ্ছেন। বাংলাদেশে হামলার শিকার হচ্ছেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। যা নিয়ে সরব হয়েছেন হাসিনাপুত্র। রাজনীতিতে নাম লেখানোর তেমন কোনও পরিকল্পনা ছিল না তাঁর। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই কি সিদ্ধান্ত বদল করলেন তিনি? এনিয়ে এক সংবাদমাধ্যমকে জয় জানান, "এই মুহূর্তে আমাদের দল এবং কর্মীরা সংকটে রয়েছেন। তাঁদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার, তা আমি করব। যদি রাজনীতিতে নামা প্রয়োজন পড়ে আমি পিছিয়ে আসব না। আমার রাজনীতিতে আসার তেমন কোনও ইচ্ছে ছিল না। আমেরিকাতেই পাকাপাকিভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাকে ভাবাচ্ছে। দেখে মনে হচ্ছে, দেশের নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয়েছে। দলের স্বার্থে আমি সক্রিয় রাজনীতির জন্য পুরোপুরি প্রস্তুত। দল ও বাংলাদেশের জনগণকে বাঁচাতেই হবে। আমি সামনে এগিয়ে যাব।"
দিন দুয়েক আগেই ভিডিও বার্তায় জয় জানিয়েছিলেন, "আওয়ামি লিগ গণতান্ত্রিক বাংলাদেশ চায়। জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দিয়ে কোন দল যদি আলোচনার জন্য এগিয়ে আসে তা হলে আমরা সকলের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে। অনেককে হত্যা করা হয়েছে। আওয়ামি লিগ বাংলাদেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক বড় দল। আওয়ামি লিগ মরে যায়নি। আওয়ামি লিগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তাই এই দলকে কোনওদিন শেষ করা সম্ভব নয়।” ফলে এই বক্তব্য থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে মায়ের উত্তরসূরি হিসাবে রাজনীতিতে নামতে আগ্রহী জয়।
আপাতত বোন রেহানাকে নিয়ে ভারতে রয়েছেন হাসিনা। শুক্রবার জয় জানিয়েছেন, বাংলাদেশে ফিরবেন হাসিনা। বৃহস্পতিবার নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৫ উপদেষ্টার এই সরকারের অধীনে সাধারণ নির্বাচনের হওয়ার কথা। সেই নির্বাচনের সময়ই দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জয় রাজনীতিতে এলে ফের মাথা তুলে দাঁড়াতে পারবে আওয়ামি লিগ। মনোবল ফিরে পাবেন নেতা-কর্মীরা। এর পর হাসিনার দল যদি নির্বাচনে লড়াই করে কিংবা হেরেও যায় তাহলে বিরোধী দল হিসাবে থাকবে তারা। আর আওয়ামি লিগ ফের জেগে উঠলে ভারত পরোক্ষভাবে চাপ বাড়াতে পারবে ভারত বিএনপি-জামাতের উপরে। হাসিনা সরে যাওয়ার পর এখন যেভাবে তারা কার্যত রাজ করছে সেটাও খর্ব হবে। ফলে আগামিদিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন খাতে বইবে তা সময়ই বলবে।