সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ভয়াবহ আঘাত হানল রাশিয়া। লাগাতার গোলাবর্ষণে প্রাণ হারালেন ৬ জন। একই সঙ্গে ধ্বংস হয়েছে প্রচুর খাদ্যশস্য। কয়েকদিন ধরেই মস্কোকে কড়া জবাব দিচ্ছে কিয়েভ। এবার তারই পালটা মার দিল পুতিনবাহিনী।
সোমবার ওডেসায় (Odesa) রুশ হামলার কথা জানিয়েছেন ইউক্রেনের এক আধিকারিক। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া স্ভেরেদেনকো এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘ফের ভয়াবহ হামলা চালানো হয়েছে ওডেসায়। এর ফলে শস্যভাণ্ডারের ব্যাপক ক্ষতি হয়েছে।’ এনিয়ে ওডেসার স্থানীয় গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, “প্রায় ১০০০ টন খাদ্যশস্যের ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপ থেকে দুজনের দেহ উদ্ধার হয়েছে।” ইউক্রেনের সেনা জানিয়েছে, ১৯টি ইরানীয় শাহেদ ড্রোন ও ১১টি ক্রুজ মিসাইল গুলি করে নামানো হয়েছে।
[আরও পড়ুন: তালিবান শাসিত আফগানিস্তানে নয়া নজির! বিশ্বের সব দেশকে পিছনে ফেলল আফগান মুদ্রা]
উল্লেখ্য, গত জুলাই মাসে বন্দরনগরী ওডেসা এবং মাইকোলাইভে হামলা চালিয়েছিল রুশ ফৌজ। যার ফলে ৬০,০০০ টন শস্য ধবংস হয়েছিল। বিভিন্ন দেশ অভিযোগ জানিয়েছিল, ওডেসায় বোমা ফেলে বিশ্বে শস্য জোগানে আগাত হানছেন পুতিন (Vladimir Putin)। তিনি গরিবদের পেটে লাথি মারছেন। সেই ঘটনার মাস দুয়েকের মধ্যেই ফের ওডেসায় হামলা চালালো রাশিয়া (Russia)।
বলে রাখা ভালো, বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারী দেশ ইউক্রেন থেকে পণ্যের যোগান বন্ধ হয়ে গেলে তার সরাসরি প্রভাব পড়বে বিশ্ববাজারে। শস্যের দাম লাফিয়ে কয়েক গুণ বেড়ে যায়। সারা বিশ্বে দেখা দিতে পারে খাদ্য সংকট। এবার যুদ্ধে ইউক্রেনকে ভাতে মারার চেষ্টা করছে রাশিয়া।