সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় শান্তি ফিরলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনও বিরাম নেই। ২০২২ সাল থেকে চলতে থাকা এই যুদ্ধ থামাতে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরব হলেও এখনও কোনও সুরাহা মেলেনি। এই পরিস্থিতির মাঝেই জানা গেলে ইউক্রেনের আরও তিনটি গ্রামের দখল নিয়েছে রাশিয়া।
শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে হয়েছে। যেখানে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের তিনটি গ্রাম দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী। এই তিনটি গ্রাম হল, দানিপ্রোভস্ক প্রদেশের প্রিভিল্লা গ্রাম এবং খারকভ প্রদেশের পিসচানে ও তাইখের গ্রাম। পূর্ব ইউক্রেনের এই তিনটি অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ইউক্রেনের তরফে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। তবে রুশ সেনার এই তথ্য সত্য হলে গত দু'দিনে ইউক্রেনের একটি বড় অংশ রাশিয়ার দখলে এল। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই তথ্য এমন সময়ে সামনে এল, যেদিন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন হস্তক্ষেপ চেয়ে আমেরিকা গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
এদিকে কূটনৈতিক মহলের মতে, গত তিন মাসে পূর্ব এবং উত্তর ‘ফ্রন্টে’ সাফল্যের পর এ বার দক্ষিণ থেকে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে ক্রেমলিন। রাশিয়ার লক্ষ্য শীতের বরফ পড়ার আগে ইউক্রেনের আরও কিছু অংশ দখল করে নেওয়া। সেই লক্ষ্যে রুশ সেনা জাপোরিজিয়া, খারকভ, ওডেসার মতো অঞ্চলগুলিতে হামলার ঝাঁজ বাড়িয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল রুশ সেনা। সাড়ে ৩ বছর পেরিয়ে গেলেও সে যুদ্ধে এখনও বিরাম নেই। গত আগস্ট মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বৈঠকে আমন্ত্রিতই ছিলেন না জেলেনস্কি। তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট আপত্তি তুলেছিল। বিবাদমান দু’দেশের মধ্যে যখন যুদ্ধবিরতি নিয়েই আলোচনা, তখন একপক্ষকে অন্ধকারে রেখে কীসের সিদ্ধান্ত হবে? এই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও পরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। কিন্তু তারপরও যুদ্ধ থামানো নিয়ে কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে ফের আলাদা আলাদাভাবে জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার বৈঠকের জন্য আমেরিকা গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
