shono
Advertisement

রাতভর কিয়েভে অগ্নিবৃষ্টি রুশ সেনার, গুঁড়িয়ে গেল বহু ইমারত

কেবল কিয়েভই নয়, ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও হামলা চালিয়েছে মস্কো।
Posted: 02:14 PM Jun 20, 2023Updated: 02:14 PM Jun 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা রাত ধরে কিয়েভের উপরে ড্রোন হামলা চালাল রাশিয়া (Russia)। কেবল কিয়েভই নয়, ইউক্রেনের (Ukraine) অন্যান্য অঞ্চলেও লাগাতার হামলা চালিয়েছে মস্কো। তবে এই হামলায় হতাহতের সংখ্যা নিয়ে এখনও তথ্য পাওয়া যায়নি।

Advertisement

কিয়েভের সেনা প্রশাসনের তরফে এই হামলা সম্পর্কে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, রুশ সেনা আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে রাতভর। ১৮ দিন পরে নতুন করে কিয়েভে (Kyiv) হামলা চালাল রাশিয়া। বিভিন্ন দিক থেকে ড্রোন ঢুকে পড়েছিল শহরটিতে। সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে অগ্নিবৃষ্টি। কোনও ক্ষয়ক্ষতির কথা না জানা গেলেও অন্তত দুই ডজন ইমারত যে ধূলিসাৎ করা হয়েছে তেমনটাই জানা যাচ্ছে।

[আরও পড়ুন: MBA কোর্সের খরচ জোগাতে ‘সেক্সটরশন’ চক্র? রাজস্থানের ধৃত ছাত্রকে জেরায় মিলল তথ্য]

গত বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার ইউক্রেনের আকাশে হামলা চালায় রুশ সেনা। এরপর থেকে প্রায় দেড় বছরের কাছাকাছি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও যুদ্ধের ফয়সলা হয়নি। বরং সম্প্রতি রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, বহুদিন ধরেই ‘কাউন্টার অফেন্সিভ’ বা পালটা হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন। ফ্রন্টজুড়ে এবার সেই অভিযান শুরু করেছে তারা। সপ্তাহখানেক আগেই তিনটি গ্রাম পুনর্দখল করেছে জেলেনস্কির বাহিনী। এরপরই কিয়েভ-সহ অন্যান্য অঞ্চলে ড্রোন হামলা চালাল ইউক্রেন। গুঁড়িয়ে গেল বহু ইমারত।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আপত্তি উপেক্ষা করেই রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন, তীব্র নিন্দা ‘জাগো বাংলা’য়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement