shono
Advertisement
Moscow Blast

গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুতিন-সেনার জেনারেলকে খুন! নেপথ্যে জেলেনস্কির বিশেষ বাহিনী?

ছক কষেই রুশ জেনারেলকে হত্যা?
Published By: Saurav NandiPosted: 02:44 PM Dec 22, 2025Updated: 03:43 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত রুশ সেনাবাহিনীর এক জেনারেল। প্রাথমিক ভাবে ক্রেমলিনের অনুমান, লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সার্ভারভকে খুন করেছে ইউক্রেনের বিশেষ বাহিনী।

Advertisement

সোমবার দক্ষিণ মস্কোয় ঘটনাটি ঘটেছে। ক্রেমলিন জানিয়েছে, সার্ভারভ গাড়িতে ওঠার পর সেটি চলতে শুরু করতেই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। তাদের দাবি, পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে ভলাদিমির জেলেনস্কির বিশেষ বাহিনী। অন্তত প্রাথমিক তদন্তে তেমনটাই উঠে এসেছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে একাধিক সেনা আধিকারিককে হত্যার অভিযোগ উঠেছে জেলেনস্কির বাহিনীর বিরুদ্ধে। ক্রেমলিনের অভিযোগ, মূলত সেনা আধিকারিক এবং পুতিনের প্রশাসন ঘেঁষা লোকেদেরই বেছে বেছে খুন করেছে কিভ। গত এপ্রিলে মস্কোয় আর এক জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিককে একই ভাবে গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ইউক্রেনের বিরুদ্ধে। তার আগে ২০২৪ সালের ডিসেম্বরে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের কর্তা ইগর কিরিলভও নিহত হন স্কুটার বিস্ফোরণে। গত জুলাই মাসে ইউক্রেনের আক্রমণে নিহত হয়েছিলেন রুশ নৌবাহিনীর সহকারী প্রধান মেজর জেনারেল মিখাইল এভজেনিভিচ গুডকভ।

গত তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেরনের মধ্যে। বেশ কয়েক বার সংঘর্ষবিরতি নিয়ে দু'দেশের মধ্যে আলোচনাও হয়েছে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। যুদ্ধবিরতি প্রসঙ্গে সম্প্রতি পুতিন বলেছেন, "ইউক্রেনের জাতীয়তাবাদীদের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমি শক্তি রাশিয়ার বিরুদ্ধে লড়তে নেমেছে। আমরা পশ্চিমিদের বিরুদ্ধে লড়াই করছি না। কিন্তু সম্পত্তি ফ্রিজ (বাজেয়াপ্ত করা), রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেন পুনর্গঠন ও প্রতিরক্ষা খাতে অর্থ জোগানোর প্রস্তাব বাস্তবায়ন করা হলে তার গুরুতর পরিণাম ভোগ করতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত রুশ সেনাবাহিনীর এক জেনারেল।
  • প্রাথমিক ভাবে ক্রেমলিনের অনুমান, লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সার্ভারভকে খুন করেছে ইউক্রেনের বিশেষ বাহিনী।
  • সোমবার দক্ষিণ মস্কোয় ঘটনাটি ঘটেছে।
Advertisement