সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ইমরান খানকে (Imran Khan) সরিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। তারপর একমাসও কাটেনি, এর মধ্যেই আর্থিক দুর্নীতির মামলায় জড়িয়ে পড়েছেন তিনি। সেই ঘটনার রেশ পড়েছে সুদূর সৌদি আরবেও। মদিনার বিখ্যাত মসজিদ-এ-নবাবীতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে ঘিরে ‘চোর চোর’ ধ্বনি তোলা হয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
তিনদিনের সফরে সৌদি আরবে গিয়েছেন শাহবাজ শরিফ এবং তাঁর বিশেষ প্রতিনিধি দল। মূলত ঋণ নেওয়ার জন্যই তাঁর এই সফর, মত বিশেষজ্ঞদের। প্রতিনিধি দলে রয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেবও। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, মসজিদে ঢুকছেন পাক প্রধানমন্ত্রী। সেখানে প্রচুর লোকজন তাঁকে ঘিরে রয়েছে। সেই জনতার একটা বড় অংশ শাহবাজের দিকে ‘চোর চোর’ বলে চিৎকার করছে। দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি সরিয়ে নিয়ে যান শাহবাজকে।
[আরও পড়ুন: পুতিনের সামনে মাথা নত করছে ইউরোপ! জ্বালানি কিনতে রুশ শর্ত মানল জার্মানি এবং অস্ট্রিয়া]
তবে এই ঘটনার জন্য নাম না করে ইমরান খানকেই দায়ী করেছেন শাহবাজ শিবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মরিয়ম ঔরঙ্গজেব জানিয়েছেন,”এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি কারওর নাম নিতে চাই না। এটা রাজনীতি করার জায়গা নয়। কিন্তু সেই ব্যক্তি পাকিস্তানের সর্বনাশ করে দিয়েছে।” মসজিদের মধ্যে এহেন অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনি বলেছেন, এই লোকদের নেতা ধর্মস্থানের পবিত্রতা নষ্ট করার এমন শিক্ষাই দিয়েছেন ।
বিশেষজ্ঞদের মতে, সৌদি আরবের থেকে প্রায় ২৩ হাজার কোটি টাকা ঋণ নিতে পারে পাকিস্তান। সেই প্রসঙ্গে মরিয়ম বলেছেন, “গত চার বছরে আমাদের মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। আগের সরকারের দুর্বল বিদেশনীতির ফলে সারা বিশ্বের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। তবে পাক প্রধানমন্ত্রীর প্রতি এমন আচরণ দেখে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা, এমনটাই দাবি তাঁদের।