ক্রমেই সংঘাত বাড়ছে ইরান এবং আমেরিকার মধ্যে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ইরানের একটি সরকারি সংবাদমাধ্যমের বিরুদ্ধে। ২০২৪ সালে পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা চলাকালীন মার্কিন প্রেসিডেন্টের উপর হামলা চালায় এক বন্দুকবাজ। কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। অল্পের জন্য রক্ষা পান মার্কিন ট্রাম্প। তবে ঘটনায় তিনি রক্তাক্ত হন। মার্কিন প্রেসিডেন্টের সেই ছবি প্রকাশ করে ইরানের ওই সংবাদমাধ্যম লিখেছে, ‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না।’
২০২৪ সালে পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা চলাকালীন মার্কিন প্রেসিডেন্টের উপর হামলা চালায় এক বন্দুকবাজ। কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। অল্পের জন্য রক্ষা পান মার্কিন ট্রাম্প।
ইজরায়েলি-মার্কিন সাংবাদিক এমিলি শ্র্যাডার সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ইরানের ওই টিভি চ্যানেল দেখানো হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সেই রক্তাক্ত মুখের ছবি। সঙ্গে পার্সি ভাষায় লেখা, ‘এবার গুলি মিস হবে না।’ বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্টকে কি ফের খুনের ছক করা হচ্ছে? কূটনৈতিক মহলের মতে, সরকারি সংবাদমাধ্যমে এধরনের বার্তা দিয়ে আসলে ট্রাম্পকে সতর্ক করল তেহরান।
ইরানে মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য-শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা, কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে পথে নেমেছে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ শুরু হয়েছে। অভিযোগ, বিক্ষোভ রুখতে হিংসাত্মক দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। কিন্তু গোটা বিষয়টিকে প্রথম থেকেই ভালো চোখে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট। প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ট্রাম্পকে এবার খুনের হুমকি দিল ইরানের সংবাদমাধ্যম। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তেহরান বা ওয়াশিংটন কেউই আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
