shono
Advertisement
Adani Bribery Case

ফৌজদারি, দেওয়ানি দুই আইনে আদানির বিচার, ঘুষকাণ্ডে সিদ্ধান্ত মার্কিন আদালতের

আমেরিকায় মোট তিনটি মামলা দায়ের হয়েছে আদানির বিরুদ্ধে।
Published By: Anwesha AdhikaryPosted: 11:11 AM Jan 03, 2025Updated: 01:46 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুষকাণ্ডে (Bribery case) গৌতম আদানির (Adani) বিচারপ্রক্রিয়া চলবে ফৌজদারি এবং দেওয়ানি দুই আইনেই। বড়সড় সিদ্ধান্ত নিল নিউ ইয়র্কের আদালত। জানানো হয়েছে, আদানির বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলা একত্রিত করেই চলবে বিচার প্রক্রিয়া। উল্লেখ্য, সোলার প্যানেলের জন্য ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে।

Advertisement

গত নভেম্বর মাসে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। গৌতম, তাঁর ভাইপো সাগর এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর। ওই অভিযোগে বলা হয়, প্রায় ২,২৩৭ কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করেছিল আদানিরা। ওই প্রকল্প থেকে ২০ বছর ধরে প্রায় ১৬ হাজার ৯০০ কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল শিল্পগোষ্ঠীর।

প্রকল্পের জন্য আদানি গ্রিন সংস্থা ঋণপত্রের (বন্ড) মাধ্যমে লগ্নিকারীদের থেকে প্রায় ৬৩৩৮ কোটি টাকা তুলেছিল বলেও অভিযোগ। এর মধ্যে আমেরিকার লগ্নিকারীদের থেকে ১৭ কোটি ৫০ লক্ষ ডলার তোলা হয়েছিল বলেও দাবি করা হয়। আমেরিকার শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করলে আদানি গোষ্ঠীকে সে দেশের সমস্ত আইন মেনে চলতে হবে। সেই কারণেই আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর ব্যবস্থা নেয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের হয় আমেরিকার আদালতে।

এহেন পরিস্থিতিতে নিউ ইয়র্কের আদালত জানিয়েছে, তিনটি মামলা একত্রিত করে শুরু হবে বিচার প্রক্রিয়া। ফৌজদারি এবং দেওয়ানি দুই আইনের আওতায় বিচার চলবে। উল্লেখ্য, দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে একটি ফৌজদারি। তবে তিনটি মামলা একই বিষয়ের ভিত্তিতে দায়ের হয়েছে বলেই সেগুলো একজোট করা হয়েছে। জানা গিয়েছে, আদানির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া পরিচালনা করবেন জেলা বিচারক নিকোলাস জি গারোফিস। আপাতত মামলাগুলি একজোট করার প্রক্রিয়া চলছে মার্কিন আদালতে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গৌতম, তাঁর ভাইপো সাগর এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর।
  • আমেরিকার লগ্নিকারীদের থেকে ১৭ কোটি ৫০ লক্ষ ডলার তোলা হয়েছিল বলেও দাবি করা হয়।
  • আদানির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া পরিচালনা করবেন জেলা বিচারক নিকোলাস জি গারোফিস।
Advertisement