shono
Advertisement
Donald Trump

ফের যুদ্ধবিরতি ট্রাম্পের নেতৃত্বে! আসিয়ান সম্মেলনের মাঝেই শান্তি চুক্তি স্বাক্ষর থাইল্যান্ড-কম্বোডিয়ার

ট্রাম্পের নাম আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।
Published By: Anustup Roy BarmanPosted: 03:58 PM Oct 26, 2025Updated: 03:58 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নোবেল জয়ের পথের আরেক ধাপ এগোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এবার ফের এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হল তাঁর মধ্যস্থতায়। শুধু তাই নয়, চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন তিনি নিজে।

Advertisement

মালোয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের মাঝেই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সঙ্ঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। এরপরেই, ট্রাম্পের নাম আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

চুক্তি স্বাক্ষরের পরে বক্তব্য রাখেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন। তিনি বলেন, বছরের পর বছর ধরে সীমান্ত উত্তেজনার পর দুই প্রতিবেশীর মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নেতৃত্বের জন্যই এই মনোনয়ন। তাঁর দাবি, এই মনোনয়ন "কম্বোডিয়ার জনগণের কৃতজ্ঞতা" প্রতিফলিত করে।

প্রসঙ্গত, 'এমারেলড ত্রিকোণ' নামের একটি এলাকা নিয়ে দুই দেশের সংঘাত দীর্ঘদিনের। যেখানে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওসের সীমানা মিলিত হয়েছে। উল্লেখ্য, 'এমারেলড ত্রিকোণে' রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির। ওই মন্দিরগুলিকে নিয়ে সংবেদনশীল তিন দেশের সাধারণ মানুষেরা। এলাকাটির দখল নিয়ে বছর পনেরো আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে। নতুন করে গত মে মাসে সংঘর্ষ হয়। এবার নতুন করে অশান্তি ছড়িয়েছে দুই দেশের সীমান্তে।

জুলাই মাসে, থাই সীমান্তসেনা কমান্ডার কম্বোডিয়ার নিকটবর্তী থাইল্যান্ডের আটটি জেলায় মার্শাল ল ঘোষণা করে। কারণ হিসেবে কম্বোডিয়ার সেনা থাই ভূখণ্ডে প্রবেশের চেষ্টা কথা বলা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হল ট্রাম্পের মধ্যস্থতায়।
  • চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ট্রাম্প নিজে।
  • আসিয়ান সম্মেলনের মাঝেই দুই দেশের মধ্যে সঙ্ঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement