সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর এক সপ্তাহের মধ্যেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Putin Meet)। শুক্রবারই একথা জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। পরে ক্রেমলিনের তরফেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই বৈঠকের পর মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তি হয় কিনা সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল সাইটে লিখেছেন, 'অবশেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমার অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের বৈঠকটি হতে চলেছে। আগামী শুক্রবার ১৫ আগস্ট আলাস্কায় আমাদের সাক্ষাৎ হবে।' পরে টেলিগ্রামে রাশিয়ার তরফে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, 'প্রেসিডেন্টরা নিঃসন্দেহে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন, দীর্ঘকালীন শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে।'
কঙ্গো ও রুয়ান্ডা, ইরান ও ইজরায়েলের পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধবিরতির কৃতিত্বও নিজের ঝুলিতে নেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। ট্রাম্পের সে দাবি অবশ্য খারিজ করে দিয়েছে ভারত। এই প্রসঙ্গে বলে রাখা যায়, ট্রাম্প বহুদিন ধরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি। আর এতে পুতিনের উপর বেজায় ক্ষিপ্তও হয়ে পড়েন ট্রাম্প। এমনকী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেন, “অস্ত্র দিলে মস্কোতে বোমা ফেলতে পারবেন?” যদিও ক্ষমতায় ফিরে নীতি বদলে পুতিনকে কাছে টানার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এবার দেখার নতুন বৈঠকের পর সমীকরণ কী দাঁড়ায়।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুক্রবারই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ফোনালাপে রুশ-ইউক্রেন যুদ্ধ, ভারত-রাশিয়া চুক্তি-সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। উল্লেখ্য, ভারত 'বন্ধু' রাশিয়াকে বারবার যুদ্ধ থেকে সরে এসে কূটনৈতিক পথে সমাধানের পত খোঁজার পরামর্শ দিয়েছে।
