সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডাঙ্কি’ পথ ধরে আমেরিকায় প্রবেশের অভিযোগ। ৫৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠাল ডোনাল্ড ট্রাম্পের সরকার। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা। রবিবার তাঁরা দেশে পৌঁছন।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকদের বয়স ২৫ থকে ৪০ বছরের মধ্যে। তাঁরা প্রত্যেকেই হরিয়ানার বিভিন্ন জেলায় বসবাস করেন। সম্প্রতি তাঁরা অবৈধ ‘ডাঙ্কি’ পথে আমেরিকায় প্রবেশ করেন। কিন্তু তারপরই সেখানকার পুলিশের হাতে তাঁরা ধরা পড়ে যান। মার্কিন সরকার তাঁদের দেশে ফেরত পাঠায়। রবিবার তাঁদের বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হরিয়ানার কর্নল জেলার ডিএসপি সন্দীপ কুমার বলেন, “৫৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন সরকার। তাঁদের মধ্যে ১৬ জন কর্নল জেলার বাসিন্দা। বাকিরা হরিয়ানার অন্যান্য জেলায় বসবাস করেন। ডাঙ্কি পথে তাঁরা আমেরিকায় প্রবেশ করেছিলেন। তবে এখনও পর্যন্ত কোনও এজেন্টের নাম সামনে আসেনি। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি। দেশে ফেরত আসা ওই যুবকদের বিরুদ্ধে আগে থেকে কোনও অভিযোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।”
