সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'পুতিন নয়, আমেরিকার চিন্তা অনুপ্রবেশকারীদের নিয়ে। রাশিয়ার-ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক ডামাডোলের মাঝেই সোমবার সোশাল মিডিয়ায় এই ইস্যুতে আমেরিকাবাসীদের বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে জানালেন, দেশের আভ্যন্তরীণ সমস্যার দ্রুত সমাধান না করলে আমেরিকার অবস্থা ইউরোপের মতো হয়ে যাবে।
ডোনাল্ড ট্রাম্প ঘাড়ধাক্কা দিলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপের দেশগুলি। ইউক্রেনকে বিরাট আর্থিক সাহয্যের ঘোষণা করেছে ব্রিটেন। পাশে দাঁড়িয়েছে ফ্রান্স-সহ অন্যান্য ইউরোপীয় দেশ। জেলেনস্কির সঙ্গে দুর্ব্যবহারে যারপরনাই ক্ষুব্ধ ইউরোপ। ট্রাম্পের পুতিন ঘনিষ্ঠতাকে ভালো চোখে দেখছেন না ইউরোপের রাষ্ট্রনেতারা। তবে আন্তর্জাতিক কূটনীতির এই ডামাডোলকে বিশেষ আমল দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সকালে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট 'ট্রুথ'-এ আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দিয়ে ট্রাম্প লেখেন, 'পুতিনকে নিয়ে বেশি ভাবার কোনও দরকার নেই। বরং, আমাদের দেশের অবৈধ অভিবাসী, ধর্ষক, মাদক মাফিয়া, খুনি এবং মানসিকভাবে অসুস্থদের সুস্থ করার বিষয়েই বেশি সময় দেওয়া উচিত আমাদের। কারণ, আমরা চাই না ইউরোপের মতো বেহাল অবস্থা হোক আমেরিকার।'
উল্লেখ্য, আমেরিকার শাসনভার কাঁধে নেওয়ার পরই দেশ সংস্কারের পথে হেঁটেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে আবার শ্রেষ্ঠ আসনে বসানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই লক্ষ্যে ট্রাম্পের প্রথম পদক্ষেপ আমেরিকায় বসবাসকারী ভিনদেশি নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানো। হাজার হাজার অনুপ্রবেশকারীর হাতে-পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে তাদের দেশে। তবে শুধু অনুপ্রবেশ নয়, দেশে ভয়াবহভাবে বেড়ে চলা অপরাধ ও মাদকের কারবার বন্ধ করতেও উঠেপড়ে লেগেছেন তিনি। এই অবস্থায় আন্তর্জাতিক কূটনীতির উত্থান পতনে তিনি যে খুব একটা মাথা ঘামাতে চান না সেকথা দেশের নাগরিকদের পাশাপাশি ইউরোপকেও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
